ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলে দেয়া হয়েছে শাহজালালের ভিভিআইপি গেট

প্রকাশিত: ০৪:১৩, ৯ ডিসেম্বর ২০১৭

খুলে দেয়া হয়েছে শাহজালালের ভিভিআইপি গেট

স্টাফ রিপোর্টার ॥ অভ্যন্তরীণ রুটের যাত্রীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে যানজট এড়াতে ভিভিআইপি রাস্তা ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রতিদিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এ রাস্তা দিয়ে অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশ করা যাবে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এএপিবিএন) সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ উস সাদিক বলেন, ‘বিমানবন্দরে প্রবেশে যানজট একটি বড় ভোগান্তির কারণ। অভ্যন্তরীণ যাত্রীদের জন্য তাই ভিভিআইপি টার্মিনালের এ্যাপ্রোচের রাস্তা খুলে দেয়া হয়েছে। যানজট এড়িয়ে সহজে এ রাস্তা দিয়ে অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশ করা যাবে। তবে আন্তর্জাতিক যাত্রীদের জন্য এই প্রবেশ পথ উন্মুক্ত নয়। হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের গোলচক্করের আগের বিমানের সদর দফতর বলাকার দক্ষিণ পাশে ভিভিআইপি গেটটি বিগত কয়েক বছর ধরেই বন্ধ করে রাখা হয়েছিল। যদিও এ রাস্তাটি দেশীয় ভিভিআইপিরা খুব একটা ব্যবহার করেন না। বর্তমানে সাধারণত ভিভিআইপি বহরের গাড়িগুলো ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে বের হয়ে বেড়ি বাঁধ দিয়ে পদ্মা ওয়েলের পাশ দিয়ে চলাচল করে। ভিভিআইপি লাউঞ্জের পূর্ব পাশের নাক বরাবর এই গেটটি সারা বছর ধরেই বন্ধ রাখা হয়। এমন বাস্তবতা থেকেই সিভিল এভিয়েশন সম্প্রতি ভিভিআইপি গেটটি দেশীয় বিমানবন্দরের অভ্যন্তরীণ যাত্রীদের জন্য খুলে দেয়ার সিদ্বান্ত নেয়।
×