ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাধার কারাবাস

প্রকাশিত: ০৬:০৮, ৮ ডিসেম্বর ২০১৭

গাধার কারাবাস

ভারতের উত্তর প্রদেশের জালাউন জেলার উরাই কারাগারের আট কয়েদির সবাই গাধা। কারাগারের মূল্যবান কিছু গাছপালা খেয়ে সাবাড় করেছে চতুষ্পদী প্রাণীগুলো। এ অপরাধের কারণে তাদের চারদিন কারাভোগ করতে হয়েছে। কারণ তাদের খেয়ে ফেলা গাছগুলোর মূল্য প্রায় কয়েক লাখ রুপী। চারদিন কারাবাসের পর গাধাগুলোর জন্য জামিনেরও ব্যবস্থা করা হয়। স্থানীয় একজন রাজনীতিবিদ এ জামিনের ব্যবস্থা করেন। -ওয়েবসাইট নয় ঘণ্টা স্থায়ী রংধনু আগের ছয় ঘণ্টার রেকর্ড ভেঙ্গে প্রায় নয় ঘণ্টা ধরে আকাশে রংধনু স্থায়ী হওয়ার বিস্ময়কর ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছেন তাইওয়ানের চীনা সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষার্থীরা। এখন তারা এটিকে গিনেস বুকে নতুন বিশ্বরেকর্ডভুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজধানী তাইপের ইয়াংমিংশান পর্বতমালায় স্থাপিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস থেকে গত সপ্তাহে দেখা যায় ওই রংধনু। -ওয়েবসাইট
×