ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুয়েটে ইআইসিটি আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রকাশিত: ০৪:৪৫, ৮ ডিসেম্বর ২০১৭

কুয়েটে ইআইসিটি আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃহস্পতিবার সকালে তিন দিনব্যাপী ৩য় ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি-২০১৭)’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। ইইই অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্সের অগ্রযাত্রার জন্য ইআইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সম্মেলনের ধারণাসমূহ আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা সম্ভব হলে এর সার্থকতা মিলবে। আয়োজক কমিটির সভাপতি ও ইইই অনুষদের ডীন প্রফেসর ড. আব্দুর রফিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেকনিক্যাল চেয়ার প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ প্রমুখ।
×