ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃষিযন্ত্র ব্যবহারে প্রশিক্ষণ

প্রকাশিত: ০৪:৪৩, ৮ ডিসেম্বর ২০১৭

কৃষিযন্ত্র ব্যবহারে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় মেকানিকদের কৃষিতে আধুনিক যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃক বিনামূল্যে ২১ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণে ৬টি জেলার ৩০ প্রশিক্ষণার্থী অংশ নেন। বৃহস্পতিবার সকালে এই কর্মসূচী পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মকবুল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কৃষি প্রকৌশলী মোঃ সদরুল আলম সরকার প্রমুখ। শিশুদের পুষ্টি সহায়তা নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ৭ ডিসেম্বর ॥ বিরিশিরি চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের আয়োজনে, কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বিরিশিরি নিজস্ব অফিস হলরুমে শিশুদের মাঝে ডিপ্লোমা দুধের প্যাকেট বিতরণ করা হয়। বৃহস্পতিবার এ কর্মসূচীর প্রজেক্ট ম্যানেজার মার্ক দেবাশীষ রেমা তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে কর্মসূচীর সূচনা ঘটান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কম্পেশন লোকাল কমিটির সভাপতি প্লাস্টার সার্জেন্ট রিছিল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুর রশীদ।
×