ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা নাটোরে

প্রকাশিত: ০৪:৩১, ৮ ডিসেম্বর ২০১৭

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা নাটোরে

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ ডিসেম্বর ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছেন নাটোরের এক আইনজীবী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মাহমুদুর রহমানসহ তাকে সহায়তাকারী অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বাংলাদেশ আওয়ামীলীগের নাটোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী এ্যাডভোকেট এম মালেক শেখ। তবে এ্যাডভোকেট এম মালেক শেখের পক্ষে আদালতে মামলাটি দাখিল করেন সদর থানার যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ। এ সময় আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে শুনানি শেষে আগামী ৭ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সদর থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী এ্যাডভোকেট মালেক শেখ জানান, গত ১ ডিসেম্বর ঢাকা জাতীয় প্রেসক্লাবে বিডিসি আয়োজিত এক অনুষ্ঠানে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার নিয়ে কটূক্তি করে সম্মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। সেই বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে মিথ্যাচার, কটূক্তি এবং মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের কলোনি বলে আখ্যায়িত করেছেন। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র নয়। শুধু ভূখ- ও জনগণ থাকলেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয় না। বঙ্গবন্ধু দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন। বর্তমান সরকারও একটি অবৈধ সরকার। এ সময় মাহমুদুর রহমান বঙ্গবন্ধুর নাতনি ও ইংল্যান্ড পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকীর সম্পর্কে কটূক্তি করে বলেন, টিউলিপ সিদ্দিকীও গণমাধ্যম ও গণতন্ত্রকে হত্যার মনমানসিকতা থেকে মুক্তি পাননি। কারণ, তিনি শেখ মুজিবেরই জীন বহন করেন। মাহমুদুর রহমানের এমন অশ্লীল, কটূক্তিকর ও মানহানিকর বক্তব্য ইউটিউবে নানা লিংকে শেয়ার করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও দলের সুনাম ও সম্মানের হানি এবং রাষ্ট্রের অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে, যার কোন আর্থিক মানদন্ড নেই। এ্যাডভোকেট এম মালেক শেখ আরও জানান, যে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তৈরি করতে বাংলাদেশের ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। দুই লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছে। অথচ মাহমুদুর রহমান যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, উস্কানি ও ষড়যন্ত্রমূলক। তার বক্তব্যে বাংলাদেশ ও বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কটূক্তি ও রাষ্ট্রদ্রোহিতার প্রমাণ পাওয়া যায়। তার এ ধরনের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে আমি ১ হাজার কোটি টাকার মামহানি মামলা করেছি।
×