ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিৎসা গার্ডেনসহ নয় প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৮:৪৮, ৭ ডিসেম্বর ২০১৭

পিৎসা গার্ডেনসহ নয় প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ নির্ধারিত মূল্যের চেয়ে কোমল পানীয়র দাম বেশি রাখায় রাজধানীর রাশেদ খান মেনন সড়কে (নিউ ইস্কাটন) অবস্থিত পিৎসা গার্ডেন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার সকালে অধিদফতরের কাওরান বাজারস্থ ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা উভয়পক্ষের শুনানি গ্রহণ করে পিৎসা গার্ডেনকে এই জরিমানা ধার্য করেন। পরে বুধবার আইন অনুযায়ী জরিমানার মোট অর্থের ২৫ শতাংশ অভিযোগকারীকে বুঝিয়ে দেয় অধিদফতর। জানা গেছে, গত ২২ নবেম্বর জনকণ্ঠের স্টাফ রিপোর্টার আরাফাত মুন্না এই অভিযোগটি দায়ের করেন। তিনি ২১ নবেম্বর ওই রেস্টুরেন্টে খেতে গেলে ১৫ টাকা মূল্যের পেপসি কোলা ২০ টাকা রাখে। ওই সময় তিনি খাবার ও কোমল পানীয়র রশিদ নিয়ে নেন। পরে আরাফাত মুন্না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে ইমেইলের মাধ্যমে অভিযোগ দায়ের করলে উভয়পক্ষকেই শুনানির জন্য ডাকা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা জানান, আরাফাত মুন্নার অভিযোগ যাচাই বাছাই ও উভয়পক্ষের শুনানি গ্রহণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী পিৎসা গার্ডেন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, এছাড়া আইনের ৭৬ (৪) ধারা অনুযায়ী জরিমানার অর্থের ২৫ শতাংশ মানে ৫ হাজার টাকা অভিযোগকারী আরাফাত মুন্নাকে বুঝিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার পিৎসা গার্ডেনসহ ৯টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান শাহনাজ সুলতানা।
×