ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভারতের কাছে সিরিজ হার রুমানাদের

প্রকাশিত: ০৫:৩৫, ৬ ডিসেম্বর ২০১৭

ভারতের কাছে সিরিজ হার রুমানাদের

স্পোর্টস রিপোর্টার ॥ হার দিয়ে ভারত সফর শুরু করেছিল বাংলাদেশ মহিলা ‘এ’ ক্রিকেট দল। তাই মঙ্গলবার ছিল সিরিজ বাঁচানোর লড়াই। কিন্তু হুবলির কেএসসিএ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও স্বাগতিক ভারতীয় মহিলা ‘এ’ দলের কাছে ৫ উইকেটে হার দেখে সিরিজ খুইয়েছে রুমানা আহমেদ, লতা ম-লরা। প্রথম ওয়ানডেতে ৩২ রানে জিতেছিল ভারতীয় মেয়েরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯৫ রান তোলে বাংলাদেশের মেয়েরা। দারুণ দুটি ফিফটি হাঁকিয়েছেন রুমানা ও লতা। চতুর্থ উইকেটে এ দু’জনে গড়েন ১০৭ রানের জুটি। এতেই একটি লড়াকু পুঁজি পেয়ে যায় বাংলাদেশ দল। লতা কিছুটা ধীরগতির ব্যাট চালালেও ১২০ বলে ৫ চারে শেষ পর্যন্ত ৭১ রান করে সাজঘরে ফেরেন। আর রুমানা ছিলেন কিছুটা তেজোদীপ্ত। তিনি ৮৩ বলে ৩ চারে ৬৫ রান করে আউট হন। তবে রান আউটের ফাঁড়ায় পড়ে ৪ বাংলাদেশী ব্যাটার সাজঘরে ফেরাতে সংগ্রহ বেশি বড় হয়নি। জবাব দিতে নেমে ৪৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত মহিলা ‘এ’ দল। ভেলাস্বামী ভানিথা ৪২ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে উড়ন্ত সূচনা দিয়েছিলেন দলকে। তবে ৬ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে খেলায় ফিরেছিল রুমানার দল। কিন্তু তৃতীয় উইকেটে নেহা তারওয়ারের সঙ্গে এমএন চৌধুরীর ১০৫ রানের জুটি সহজ জয়ের পথ তৈরি করে দেয় স্বাগতিকদের। ৪৪ রান করে নেহা বিদায় নেন। আর ৯টি চারে ৫৬ রান করে ফেরেন এনএম চৌধুরী। দ্রুত জেমিমাকে বিদায় করে আশা জাগিয়েছিলেন রুমানা। কিন্তু নুজহাত পারভিনকে নিয়ে ১১ বল হাতে রেখেই দলকে জয় এনে দেন অধিনায়ক অনুজা পাতিল ১৮ রানে অপরাজিত থেকে। বাংলাদেশের তিন স্পিনার সালমা খাতুন, খাদিজাতুল কুবরা ও রুমানা একটি করে উইকেট নেন। শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
×