ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার কুমিল্লাকে হারাল খুলনা

প্রকাশিত: ০৫:৩০, ৬ ডিসেম্বর ২০১৭

এবার কুমিল্লাকে হারাল খুলনা

স্পোর্টস রিপোর্টার ॥ লীগপর্বে দুই দলের মধ্যকার প্রথম ম্যাচে জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার কুমিল্লাকে হারিয়ে দিল খুলনা টাইটান্স। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৪ রানে কুমিল্লাকে হারায় খুলনা। ম্যাচে টস জিতে খুলনা আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলের ব্যাটসম্যানরা ঐক্যবদ্ধ নৈপুণ্য দেখান। নিকোলাস পুরান ছাড়া বাকি সবাই নিজেদের মেলে ধরেন। খুব বড় ইনিংস কেউই খেলেননি। তবে অবদান রেখেছেন। শুরুতেই নাজমুল হোসেন শান্ত যেমন ৩৭ রান করে শুরুটা দুর্দান্ত করেছেন। এরপর মাইকেল ক্লিনজার (২৯), মাহমুদুল্লাহ রিয়াদ (২৩), ব্রেথওয়েট (২২), বেনি হাওয়েল (৯*) দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেন। তাতে খুলনার স্কোর বোর্ডে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৪ রানের বড় স্কোরই যোগ হয়। কখনও বল নিচু হয়ে যায় আবার কখনও বল উঁচু হয়ে যায়। বাউন্স হয়। এমনকি স্পিনারদের বলও এমনই বাউন্স হয় যে ব্যাটসম্যানের মাথার ওপর দিয়ে যাওয়ার পর উইকেটরক্ষকও সেই বল ধরতে ধোঁকা খান। উইকেটের এমন আচরণে ধোঁকা খেতে হয়েছে কুমিল্লা ব্যাটসম্যানদেরও। এরপরও তামিম ইকবাল (৩৬), শোয়েব মালিক (৩৬) ও মারলন স্যামুয়েলস (২৫*) নৈপুণ্য দেখিয়েছেন। কিন্তু বাকিদের ব্যর্থতায় ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬০ রানের বেশি করতে পারেনি কুমিল্লা। ম্যাচ হারও হয়। চট্টগ্রামপর্বে দুই দল পরস্পরের বিপক্ষে লীগপর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়। তাতে হারে খুলনা। ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে কুমিল্লা। এবার খুলনা প্রতিশোধ নেয়। কুমিল্লাকে হারিয়ে দেয়। লীগপর্বে দুই দলের হিসেব-নিকেশ তাই সমানে সমান হয়ে গেল। তাতে কুমিল্লার বিশেষ কোন সমস্যাই হয়নি। আজ লীগপর্ব শেষে যে কুমিল্লাই পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে তাতো আগেই নিশ্চিত হয়ে গেছে। তবে ম্যাচটিতে জেতায় খুলনার সুবিধা হয়েছে। কুমিল্লার যেখানে ১৬ পয়েন্ট। সেখানে খুলনার ১৫ পয়েন্ট হয়ে গেছে। দ্বিতীয় স্থানে উঠে গেছে খুলনা। তাতে করে লীগপর্ব শেষে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকার সম্ভাবনাও উজ্জ্বল। আজ যদি রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটস হারে তাহলে খুলনাই দুই নম্বরে থাকবে। এ মুহূর্তে কুমিল্লা ছাড়া সেরা চারে খেলা নিশ্চিত করা খুলনা, ঢাকা ও রংপুরের আশা পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকা। পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকতে পারলে যে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ মিলবে। তাতে করে প্রথম কোয়ালিফায়ারে না জিতলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে জিতে ফাইনালে ওঠার সুযোগ থাকবে। আর কোনভাবে প্রথম কোয়ালিফায়ারে জিতলেই ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে। তিন ও চার নম্বরে থাকা দলের যে সুযোগ নেই। তিন ও চার নম্বরে থাকা দল এলিমিনেটর খেলবে। যে দল হারবে তাদেরই বিদায় ঘণ্টা বাজবে। জিতলে আবার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে। সেই ম্যাচে জিতলেই ফাইনালে খেলার সুযোগ থাকছে। পয়েন্ট তালিকায় থাকা প্রথম দুই দলের যেখানে একটি ম্যাচ জিতলেই ফাইনালে খেলার সুযোগ থাকছে, সেখানে তিন ও চার নম্বরে থাকা দলকে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে হলে দুটি ম্যাচ জিততে হবে। যদিও রংপুরের শুরুতেই কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ আর নেই। খুলনার কাছে কুমিল্লার হারে সেই সুযোগ হাতছাড়া হয়েছে রংপুরের। রংপুর আজ জিতলেও ১৪ পয়েন্টের বেশি হওয়ার সম্ভাবনা নেই। তবে ঢাকার সামনে সেই সুযোগ আছে। ঢাকার এখন ১৩ পয়েন্ট আছে। রানরেটও অনেক শক্তিশালী। ঢাকা আজ জিতলেই পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকবে। রানরেটে এগিয়ে থাকবে। সেই সঙ্গে দুই দলের পয়েন্ট সমান হলে পরের ধাপে যাওয়ার জন্য ‘হেড টু হেড’ লড়াইয়ের যে হিসেব দেখা হয় সবার আগে সেখানেও এগিয়ে থাকবে ঢাকাই। লীগপর্বে পরস্পরের বিপক্ষে দুই ম্যাচের লড়াইয়ে যে ঢাকারই জয়জয়কার হয়েছে। তাই খুলনা না ঢাকা, দ্বিতীয় স্থানে থাকবে কোন দল, প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার প্রতিপক্ষ হবে কোন দল সেই হিসেব মেলাতে আজ পর্যন্ত অপেক্ষায় থাকতেই হচ্ছে। তবে কুমিল্লার বিপক্ষে মঙ্গলবার জিতে সেই অবস্থান আপাতত খুলনারই হয়ে আছে। স্কোর ॥ খুলনা-কুমিল্লা ম্যাচ মিরপুর খুলনা টাইটান্স ইনিংস ১৭৪/৬; ২০ ওভার (শান্ত ৩৭, আরিফুল ৩৫, ক্লিনজার ২৯, মাহমুদুল্লাহ ২৩, ব্রেথওয়েট ২২; আল-আমিন ৩/৫২)। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস ১৬০/৭; ২০ ওভার (তামিম ৩৬, মালিক ৩৬, স্যামুয়েলস ২৫*, ইমরুল ২০; রাহি ২/৩৫)। ফল ॥ খুলনা টাইটান্স ১৪ রানে জয়ী। ম্যাচসেরা ॥ আরিফুল হক (খুলনা টাইটান্স)।
×