ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেকৃবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৫:৫০, ৫ ডিসেম্বর ২০১৭

শেকৃবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে ফল জানা যাচ্ছে। সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। মূল মেধা তালিকা থেকে ভর্তি আগামী ২০ ও ২১ ডিসেম্বর। ক্লাশ শুরু হবে ২ জানুয়ারি। মেধা ও অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটের মাধ্যমে অনুষদভিত্তিক অপশন পূরণ করতে হবে। মেধা তালিকায় সর্বোচ্চ স্কোর ৮৩ এবং সর্বনিম্ন স্কোর ৫৯ দশমিক ২৫। প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হয়েছে। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২৬ ডিসেম্বর। অটোমাইগ্রেশন ফলসহ অপেক্ষমাণ তালিকা ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় চারটি অনুষদে ৬৮২ আসনের বিপরীতে ৩৮ হাজার ১৬৩ জন শিক্ষার্থী আবেদন করেন। এক আসনের বিপরীতে গড়ে ৫৬ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য ওয়েবসাইট www.sau.edu.bd) থেকে জানা যাবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিলের ফল প্রকাশ ॥ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল প্রথম বর্ষে ২০১৫-২০১৬ সেশনে অনুষ্ঠিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেশের ১৩০টি পরীক্ষা কেন্দ্রে, ৫টি বিষয়ে ১৮ হাজার ২৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ৬৮১ জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাচ্ছে।
×