ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ

প্রকাশিত: ০৩:৫৭, ৫ ডিসেম্বর ২০১৭

নীলফামারীতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রধানমন্ত্রী দফতরের এটুআই কর্মসূচীর আওতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে আইসিটি ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীতে গ্রাফিক্স ডিজাইন বিষয়ক ২৬ দিন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে ৪০ নারী। সোমবার সকাল ১০টায় এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনুর আলম। সভাপতিত্ব করেন প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান বগুড়ার জিরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম কাওসার। অন্যদের মাঝে বক্তব্য রাখেন নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম রফিকুল ইসলাম, রাবেয়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহফুজুর প্রমুখ। আগুনে পুড়ল গরু নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৪ ডিসেম্বর ॥ আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামে রবিবার রাতে আগুনে পুড়ে এক কৃষকের ৯টি গরুর মৃত্যু হয়েছে। রাত ১০টার দিকে ওই গ্রামের কৃষক ওয়ারেছ উদ্দিনের গোয়াল ঘরে আগুন লাগে। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওয়ারেছ উদ্দিনের ৯টি ছোট-বড় গরু অগ্নিদগ্ধ হয়। পরে একে একে ৯টি গরুই মারা যায়।
×