ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খেলা ছাপিয়ে আলোচনায় দিল্লীর বায়ু দূষণ

ভারতের রানের পাহাড়ে চাপে শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৫:৫৮, ৪ ডিসেম্বর ২০১৭

ভারতের রানের পাহাড়ে চাপে শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ দিল্লী টেস্টে অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড গড়ার ডাবল সেঞ্চুরির দিনে রানের পাহাড় গড়েছে ভারত। ৭ উইকেটে ৫৩৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। জবাবে দ্বিতীয়দিন শেষে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩১ রান। ৭ উইকেট হাতে নিয়ে সফরকারীরা পিছিয়ে ৪০৫ রানে। এ্যাঞ্জেলো ম্যাথুস ৫৭ ও অধিনায়ক দিনেশ চান্দিমাল ব্যক্তিগত ২৫ রান নিয়ে ক্রিজে আছেন। নাগপুরের দ্বিতীয় টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে কোহলির ভারত। কলকাতার প্রথম টেস্ট ড্র হয়। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জিততেই হবে লঙ্কানদের, সেখানে শুরুতেই কোণঠাসা চান্দিমালের দল। তবে কোহলির কীর্তিময় দিনে আলোচনার জন্ম দিল দিল্লীর বায়ু দূষণ। শ্রীলঙ্কানরা ফিল্ডিং করেছে মুখে মাস্ক লাগিয়ে। দুই দফায় খেলা বন্ধ ছিল ১৭ ও ৫ মিনিট। মাঠে থাকতে না পেরে এক পর্যায়ে উঠে যান শ্রীলঙ্কার দুই মূল পেসার সুরাঙ্গা লাকমল ও লাহিরু গামাগে। যার কারণে ভারতের ইনিংস ঘোষণা দিতে হয়েছে আগেভাগে! মাঠে থাকতে বারবারই আপত্তি জানাচ্ছিলেন শ্রীলঙ্কানরা। ম্যাচের স্বার্থ ভেবে এক পর্যায়ে ইনিংস ঘোষণা করে দেন কোহলি। নিজেরা নামেন ফিল্ডিংয়ে। ওপেনার মুরালি বিজয়ের ১৫৫ ও কোহলির অপরাজিত ১৫৬ রানের সুবাদে প্রথমদিন শেষে ৪ উইকেটে ৩৭১ রান করেছিল ভারত। দ্বিতীয়দিন নিজের ২৩৮তম বলে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি তুলে নেন কোহলি। অধিনায়ক হিসেবেই সবগুলো ডাবল সেঞ্চুরি গত ১৭ মাসেই করলেন তিনি। ফলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে পেছনে ফেলে নতুন বিশ্ব রেকর্ড গড়েন কোহলি। ডাবল সেঞ্চুরি করেও নিজের ইনিংস বড় করছিলেন কোহলি। এর মাঝে ৬৫ রান তুলে ফিরে যান রোহিত শর্মা। তার ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা ছিল। সে সময় ভারতের দলীয় রান ছিল ৫ উইকেটে ৫০০। দলীয় ৫২৩ রানে কোহলির ফিরে যাওয়ার কিছুক্ষণ পরই ইনিংস ঘোষণা করে ভারত। ২৫টি চারে ২৮৭ বলে ক্যারিয়ার সেরা ২৪৩ রান করেন কোহলি। শ্রীলঙ্কার পক্ষে লক্ষ্মণ সান্দাকান ১৬৭ রানে ৪ উইকেট নেন। চা বিরতির কিছুক্ষণ আগে ভারতের ইনিংস শেষ হওয়ার পর ব্যাট হাতে নামে শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই লঙ্কান ওপেনার দিমুথ করুনারতœকে শূন্য হাতে ফিরিয়ে দেন ভারতের পেসার মোহাম্মদ সামি। এরপর উইকেটে গিয়ে ১৪ বলের বেশি টিকতে পারেননি তিন নম্বরে নামা ধনঞ্জয়া ডি সিলভাও। ভারতের আরেক পেসার ইশান্ত শর্মার শিকার হওয়ার আগে মাত্র ১ রান করেন সিলভা। ফলে ১৪ রানেই দ্বিতীয় উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। তৃতীয় উইকেটে পরিস্থিতি সামাল দিয়ে শ্রীলঙ্কাকে খেলায় ফেরানোর চেষ্টা করেন দিলরুয়ান পেরেরা ও সাবেক অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস। দু’জনে ৬১ রান যোগ করে বিচ্ছিন্ন হন। ৪২ রান করা পেরেরাকে শিকার করে ভারতকে তৃতীয় সাফল্য এনে দেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। এরপর অধিনায়ক দীনেশ চান্ডিমালকে নিয়ে দিনের বাকি সময় শেষ করেন ম্যাথুস। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৫৩৬/৭ ডিক্লেঃ (১২৭.৫ ওভার; বিজয় ১৫৫, ধাওয়ান ২৩, পুজারা ২৩, কোহলি ২৪৩, রাহানে ১, রোহিত ৬৬, অশ্বিন ৪, ঋদ্ধিমান ৯*, জাদেজা ৫*; লাকমল ০/৮০, গামাগে ২/৯৫, দিলরুয়ান ১/১৪৫, সান্দাকান ৪/১৬৭, ধনঞ্জয়া ০/৪৮)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ১৩১/৩ (৪৪.৩ ওভার; করুনারতেœ ০, দিলরুয়ান ৪২, ধনঞ্জয়া ১, ম্যাথুস ৫৭*, চান্দিমাল ২৫*; শামি ১/৩০, ইশান্ত ১/৪৪, জাদেজা ১/২৪, অশ্বিন ০/২৮)। * দ্বিতীয়দিন শেষে
×