ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোজায় দুর্গন্ধ থাকায় গ্রেফতার যাত্রী

প্রকাশিত: ০৫:১৫, ৪ ডিসেম্বর ২০১৭

মোজায় দুর্গন্ধ থাকায় গ্রেফতার যাত্রী

দুর্গন্ধ সব সময় খারাপ বার্তা দেয়। নাগরিক জীবনে যদি বাজে গন্ধ; বিশেষ করে ট্রেন, ট্রাম বা বাসে ছড়ায় তাহলে কারও মাথা ঠিক থাকে না! সম্প্রতি দুর্গন্ধ ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লীর এক বাসে ঘটেছে তুলকালাম কা-। শেষ পর্যন্ত মোজায় বাজে দুর্গন্ধ ছড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছেন এক যাত্রী। দিল্লীর এক বাসে করে গন্তব্যে যাচ্ছিলেন প্রকাশ কুমার নামে এক যাত্রী। তার পাশের যাত্রীরা অভিযোগ করেন, প্রকাশের মোজা থেকে প্রচ- দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধের তীব্রতা এতই যে, পাশের যাত্রীরা প্রকাশকে মোজাটি ব্যাগে ঢুকিয়ে রাখার অনুরোধ করেন। কয়েকজন যাত্রী জানান, মোজাটি বাইরে ফেলে দিতে। তাতেই রেগে যান প্রকাশ। এরপরই বাধে লঙ্কাকা-। অবশেষে অন্য যাত্রীরা বাস ড্রাইভারকে বলে, বাস পুলিশ স্টেশনে নিয়ে যেতে। যেখানে যাওয়ার পর দায়ের করা হয় অভিযোগ। যদিও প্রকাশ দাবি করেন; তার মোজায় গন্ধ নেই, বাকিরা তার বিরোধিতা করতে থাকে। উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত প্রকাশকে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে মুক্তি দেয়া হয় তাকে। - ওয়ানইন্ডিয়া
×