ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিডিয়ায় তারেকের প্রচার সরকার বন্ধ করে দিয়েছে ॥ খালেদা

প্রকাশিত: ০৫:১২, ৪ ডিসেম্বর ২০১৭

মিডিয়ায় তারেকের প্রচার সরকার বন্ধ করে দিয়েছে ॥ খালেদা

স্টাফ রিপোর্টার ॥ তারেক রহমানের সত্য কথাগুলো যাতে প্রচার না হয় সেজন্য সরকার মিডিয়াতে তার প্রচার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কিছু পেতে নয়, দেশের মানুষকে কিছু দিতে কাজ করছে তারেক রহমান। তারেক রহমান ও বিএনপির প্রতি দেশের মানুষের ভালবাসায় আমি কৃতজ্ঞ। শনিবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ‘ডেমোক্র্যাটিক পলিসি ফোরাম বাংলাদেশ’ আয়োজিত তারেক রহমানকে নিয়ে লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেকের বিরুদ্ধে কিছু কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, যারা অপপ্রচার চালাচ্ছেন, তারা নিজেদের চরিত্র বিশ্লেষণ করে দেখুন কতটা ভাল কাজ করছেন। দেশের কল্যাণে তারেকের অবদান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান তার বাবার আদর্শ অনুসরণ করে দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে গিয়েছেন। ২০০১ সালের নির্বাচনে তার ভূমিকার জন্য বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে জয়লাভ করেছিল। খালেদা জিয়া বলেন, জিয়াউর রহমানের জানাজায় দেশের মানুষ যেভাবে শরিক হয়েছিলেন একইভাবে আমার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজায়ও তারা অমন ভালবাসা দেখিয়েছেন। তারেক রহমান বিদেশে চিকিৎসাধীন হয়েও দেশ থেকে কেউ গেলে দেশের অবস্থা জানতে চায়। সবাই দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসে। তিনি বলেন, চিকিৎসাধীন হয়েও তারেক রহমান মাঝে মধ্যে যে বক্তব্য দেয়, দেখবেন সে অনেক সত্যি কথা বলে। সত্যি কথা যেন জানাজানি না হয় সেজন্য সরকার তার বক্তব্য প্রচার করতে দেয় না। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এতে তারেক নয়, বরং নিন্দুকদেরই চরিত্র কলুষিত হচ্ছে। খালেদা জিয়া বলেন, জিয়াউর রহমানের রক্ত তারেক রহমানের গায়ে, সেই রক্তই ছিল আরাফাত রহমানের গায়ে। তারেক রহমান দেশের সম্মান বৃদ্ধির জন্য কাজ করেছে এবং করছে। নয় বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছে তারেক রহমান। তারেক রহমান আমার ছেলে। তার কিছু পাবার নেই, শুধু কিছু দেবারই আছে মানুষের জন্য। সেজন্য সে কাজ করে যাচ্ছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারে। বক্তব্য শুরুর আগে খালেদা জিয়া রয়টার্সের সাংবাদিক এম মাহাবুবুর রহমানের ‘তারেক রহমান ও বাংলাদেশ’, এম সাইফুর রহমানের ‘তারেক রহমানের রাজনীতি ও রাষ্ট্রভাবনা’, এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের ‘দীপ্তিমান দেশনায়ক’ নামে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। বই তিনটিতে তারেক রহমান ও তার রাজনৈতিক কর্মকা- তুলে ধরা হয়েছে। এছাড়াও বইগুলোতে তারেক রহমানের বিভিন্ন সময়ের ছবি ও বিএনপির ২০০১ সালের পর ক্ষমতায় থাকাকালীন উন্নয়নমূলক কার্যক্রম, ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনকে কেন্দ্র করে তারেক রহমানের কার্যক্রমের নানা দিক তুলে ধরা হয়েছে। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
×