ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছন্দ ধরে রাখতে চায় কুমিল্লা

লড়াই করেই জিততে চায় রংপুর

প্রকাশিত: ০৫:৫৯, ২ ডিসেম্বর ২০১৭

লড়াই করেই জিততে চায় রংপুর

স্পোর্টস রিপোর্টার ॥ শক্তিশালী দল গড়েও চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে তেমন সুবিধা করতে পারেনি রংপুর রাইডার্স। শুরুর দিকে অনেকটাই বাজে গেছে তাদের। প্রথম চার ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছিল। এখন পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে দলটি। সর্বশেষ ৫ ম্যাচের চারটিতেই জয় তুলে নেয়ার কারণেই এমন উন্নতি। তবে লড়াই করেই জিততে হয়েছে তাদের। তবে এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তিনি মনে করেন এর মাধ্যমে সবার মধ্যে ভাল করার প্রচেষ্টা অনেক বেশি পরিমাণে রয়েছে সেটা বোঝা যায়। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধেও লড়াই করে জিততে চান তিনি। তবে ইতোমধ্যেই শেষ চার নিশ্চিত হয়ে যাওয়াতে অনেকখানি ভারমুক্ত তালিকায় শীর্ষে থাকা কুমিল্লা। কিন্তু কোচ মোহাম্মদ সালাউদ্দিন ছন্দ ধরে রেখে আবারও জিততে চান। কারণ তিনি ধারাবাহিকভাবে জিতে ফাইনালে তুলতে চান কুমিল্লাকে। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষস্থানে আছে কুমিল্লা। তাদের এখন আর জয়-পরাজয়ে কোন সমস্যা নেই। তবে শীর্ষস্থান নিয়েই শেষ চারে উঠতে চায় ২০১৫ সালের চ্যাম্পিয়ন বিপিএলের দলটি। এ বিষয়ে কোচ সালাউদ্দিন বলেন, ‘দল ভাল খেলছে। আমি যতবার বিপিএলে কোচিং করিয়েছি ততোবারই অন্তত সেমিফাইনাল খেলেছি। সুতরাং এখন পর্যন্ত কুমিল্লার হয়ে যা করেছি, তাকে খুব বড় কোন সাফল্য মনে করি না। যদি ফাইনালে না যেতে পারি তাহলে লীগ পর্যায়ে ভাল খেলায় কোন লাভ নাই।’ বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচদের অনেক চাপের মধ্যে থাকতে হয়। কিন্তু মাঠের খেলার দিকে মনোযোগ নিবিষ্ট থাকলে সেটা কোন প্রভাব ফেলে না বলেই দাবি করেন সালাউদ্দিন। আজ রংপুরের বিরুদ্ধে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ সেমিফাইনাল নিশ্চিত হলেও। কারণ একটা দলের ছন্দ যে কোন সময় হারিয়ে যেতে পারে। সামনের ম্যাচগুলোও তাই আগের মতোই গুরুত্বপূর্ণ। হারলে খুবই খারাপ ব্যাপার হবে।’ তবে কোন প্রতিপক্ষ নিয়েও যেমন চিন্তা নেই, তেমনি নিজের দলকেও সেরা মনে করছেন না সালাউদ্দিন। টি২০ ম্যাচে যে কেউ জিতে যেতে পারে নির্দিষ্ট দিনে ভাল খেলতে পারলে। এ কারণে কোন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে চান না তিনি। কুমিল্লার এ কোচ বলেন, ‘এখানে পরীক্ষা-নিরীক্ষার কোন সুযোগ নেই। দলের জন্য সেরাটা দেয়ার সক্ষমতা আছে যাদের, তাদেরকেই খেলাব।’ রংপুরও ৯ ম্যাচ খেলেছে। ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আছে চার নম্বরে। আজ তারা জিতলে শেষ চারে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর দিনের দ্বিতীয় ম্যাচে যদি রাজশাহী কিংসকে হারিয়ে দেয় ঢাকা ডায়নামাইটস তবে আজকের জয়টাই নিশ্চিত করে দেবে রংপুরের শেষ চার। এ কারণে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ আজ রংপুরের। এ বিষয়ে মিঠুন বলেন, ‘প্রতি ম্যাচেই একই পরিকল্পনা থাকে। যে পরিকল্পনা থাকে তা মাঠে এসে বাস্তবায়ন করার চেষ্টা করি আমরা। কালকে (আজ) নতুন ম্যাচ, কালকেও পারফর্ম করতে হবে। ভাল খেলতে হবে। আর অবশ্যই আমরা জেতার জন্য খেলব।’ যে কোন চ্যালেঞ্জ নিতেই প্রস্তুত আছেন মিঠুন। আর টি২০ ক্ষুদ্রতম ফরমেটের খেলা হওয়ার কারণে এখানে ভাল কিছু করতে পারলে ভাল পজিশনও পাওয়া সম্ভব হয়। এ বিষয়ে মিঠুন বলেন, ‘টি২০ আসলে ছোট ফরমেটের খেলা, এখানে ভাল ব্যাটিং করাটা খুব গুরুত্বপূর্ণ। ভাল জায়গায় ব্যাটিং করতে হলে ভাল করতে হবে।’ তবে নির্দিষ্ট দিনে যারা বেশি ভাল করতে পারে তারাই জয় তুলে নেয়। নিজেদের দল নিয়ে মিঠুন বলেন, ‘শক্তিশালী দল বলতে ওইদিন মাঠে যারা ভাল খেলবে তারাই ভাল। টি২০ খুব অল্প সময়ের খেলা, এখানে খুব অল্প সময়ের মধ্যে মোমেন্টাম বদলে যায়। আমরা কিন্তু কোন ম্যাচই সহজভাবে জিততে পারিনি। সব ম্যাচেই লড়াই করে জিতেছি। আর লড়াই করে যেহেতু জিতেছি অবশ্যই আমাদের মধ্যে অনেক বেশি চেষ্টা আছে। ইনশাআল্লাহ সামনের ম্যাচেও এভাবেই লড়াই করব।’
×