ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলিদের সামনে ইতিহাসের হাতছানি

প্রকাশিত: ০৫:৫৭, ২ ডিসেম্বর ২০১৭

কোহলিদের সামনে ইতিহাসের হাতছানি

স্পোর্টস রিপোর্টার ॥ উড়ছেন বিরাট কোহলি। ব্যাট হাতে গড়ে চলেছেন রেকর্ডের পর রেকর্ড। ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতকেও ওড়াচ্ছেন আধুনিক ক্রিকেটের ‘ওয়ান্ডার বয়’। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া সফরে সিরিজের মধ্যপথে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পান কোহলি। ওই বছর শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু এরপর টানা ৮টি সিরিজ জিতে নিয়েছে তার দল। দিল্লীতে সেই লঙ্কানদের বিপক্ষেই আজ থেকে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টেও সাফল্যের ধারা অব্যাবত থাকলে টানা ৯টি সিরিজ জয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড স্পর্শ করবে ভারত। ‘নাম্বার ওয়ান’ কোহলিবাহিনী যেভাবে ছুটে চলেছে তাতে সেই সম্ভাবনা যথেষ্ট, কারণ দুর্বল শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা ড্র হলেও নব-ইতিহাসের পথে এগিয়ে যাবে তার দল। তার ওপর সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে রঙ্গনা হেরাথকে পাচ্ছেন না দিনেশ চান্দিমাল। পিঠের ইনজুরির কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই অফস্পিনার। ভারতের এই সিরিজ জয়ের যাত্রা শুরু হয়েছিল ২০১৫ শ্রীলঙ্কা সফর দিয়ে। সেই থেকে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে গুঁড়িয়ে দিয়ে ছুটছে কোহলিবাহিনী। ঘরের মাটিতে এই সিরিজেও নিশ্চিত ফেবারিট হিসেবে শুরু করে ভারত। বৃষ্টির কারণে কলকাতার প্রথম টেস্ট ড্র হলেও নাগপুরের দ্বিতীয় টেস্টে দাঁড়াতেই পারেননি চান্দিমালরা। স্বাগতিকরা তুলে নেয় রানের হিসেবে নিজেদের রেকর্ড সর্বোচ্চ ব্যবধানের জয় (ইনিংস ও ২৩৯ রান)। দিল্লীতে জয় কিংবা ড্র যেটিই হোক রেকর্ডের পথে এগিয়ে যাবে ভারত। যেটি এখন যৌথভাবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দখলে। ১৮৮৪ থেকে ১৮৯১-৯২ পর্যন্ত রেকর্ডটা গড়েছিল ইংল্যান্ড। আর ২০০৫ থেকে ২০০৮ সালের মধ্যে টানা ৯টি টেস্ট সিরিজ জিতে ইংল্যান্ডের রেকর্ডে ভাগ বসায় অস্ট্রেলিয়া। এবার ভারতের সামনেও সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ। সেটি এই দিল্লীতেই। এরপর নতুন রেকর্ড গড়তে অপেক্ষা করতে হবে নতুন বছরে দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত। ধারণা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়টি মাথায় রেখে দিল্লীতেও বাউন্সি উইকেট তৈরি করা হবে। যেমনটা হয়েছিল কলকাতায়। দারুণ বোলিং করেছিলেন ভুবনেশ্বর কুমার। বিয়ের কারণে ছুটিতে থাকায় তার স্থলে দ্বিতীয় টেস্টেও চমৎকার করেছেন ইশান্ত শর্মা। কোহালি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার পিচে অনুশীলনের সময় নেই। কঠিন লড়াই সামনে। যে কারণে ফাস্ট বোলারদের সাহায্যের জন্য এখানকার পিচ বানাতে বলা হয়েছে।’ দিল্লীর পিচ কিউরেটর বলেন, ‘কলকাতায় যেমন হয়েছে, কোটলায় তা হবে কেন? এখানকার আবহাওয়া, মাটি সবই আলাদা। তাই এই তুলনাটা টানা উচিত নয়। তবে আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব পেস-সহায়ক করার চেষ্টা থাকবে।’ নাগপুরে ডাবল সেঞ্চুরি পেয়েছেন কোহলি, সেঞ্চুরি হয়েছিল আরও তিনটি চেতেশ্বর পুজারা, মুরলি বিজয় ও রোহিত শর্মা। যথারীতি ঘূর্ণিবলে বিশ ছড়িয়েছেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই দল নিয়ে তাই নতুন করে কিছু বলার নেই। যারাই একাদশে সুযোগ পাচ্ছেন তারাই প্রতিপক্ষকে নাজেহাল করে ছাড়ছেন। অন্যদিকে সিরিজ বাঁচানোর কঠিন লড়াইয়ে লঙ্কান একাদশ থেকে বাদ পড়তে পারেন তিন নম্বর ব্যাটসম্যান ও সহ-অধিনায়ক লাহিরু থিরিমান্নে। একের পর এক বাজে শট খেলে আউট হওয়া এই তারকার স্থলে ধনঞ্জয়া ডি সিলভাকে দেখা যেতে পারে। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। তবে ব্যাটিংয়ে দায়িত্বটা নিতে হবে অভিজ্ঞ এ্যাঞ্জেলো ম্যাথুস, অধিনায়ক চান্দিমাল আর অভিজ্ঞ দিমুথ করুনারত্নে কেই।
×