ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৩০, ২ ডিসেম্বর ২০১৭

শরীয়তপুরে ইউপি  সদস্যকে কুপিয়ে  হত্যা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১ ডিসেম্বর ॥ বৃহস্পতিবার রাতে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নজরুল ইসলাম মুন্সীকে প্রতিপক্ষের লোকেরা কুপিয়ে হত্যা করেছে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকা- ঘটে বলে ধারণা করা হয়। নিহত নজরুল ইসলাম মুন্সী একই উপজেলার উত্তর মলনচোরা গ্রামের মৃত আব্দুল মান্নান মুন্সীর ছেলে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। শুক্রবার লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গোসাইরহাট থানা, স্থানীয় সূত্র ও নিহতের ভগ্নিপতি টোটন আকন জানায়, গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নজরুল ইসলাম মুন্সী বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৮ টায় নাগেরপাড়া বাজার থেকে বাড়ি ফেরার সময় ভদ্রচাপ ব্রিজের কাছে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষ আঃ মান্নান মুন্সি ও তার সমর্থকরা গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গী শিবেরচর গ্রামের রতন মৃধা তাকে রক্ষা করতে গেলে তাদেরও কুপিয়ে আহত করে। আহত ২ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এবং মলনচোরা গ্রামের রতন পেদা এসে তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোসাইরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বজলুর রহমান নামে একজনকে আটক করেছে। নিহত নজরুল ইসলাম মুন্সী স্থানীয় নাগেরপাড়া ইউনিয়নের শ্রমিক লীগের সদস্য ও প্রতিপক্ষ আঃ মান্নান মুন্সি নাগেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গোসাইরহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মেহেদী মাসুদ বলেন, পূর্বশত্রুতার জের ধরে এক ইউপি সদস্য খুন হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
×