ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

র‌্যালি শেষে বিশিষ্টজনরা

রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে

প্রকাশিত: ০৬:০২, ১ ডিসেম্বর ২০১৭

রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নীরব গণহত্যার প্রতিবাদ’ জানিয়ে এক সংহতি র‌্যালি শেষে বক্তারা এই দাবি জানান। ইউরোপে নির্বাসনে থাকা রোহিঙ্গাদের সংগঠন ইউরো-বার্মা অফিসের সহায়তায় গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি এ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ (রামরু) র‌্যালির আয়োজন করে। ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নীরব গণহত্যার প্রতিবাদ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে শেষ দিনে এই র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন রামরুর নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার, সাবেক মেজর জেনারেল এ এম এস এ আমিন, মানবাধিকার কর্মী নুরখান প্রমুখ। অধ্যাপক ড. সি আর আবরার বলেন, রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নিতে হবে। যারা আরকানে গণহত্যা চালাচ্ছে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিচার করতে হবে। রোহিঙ্গা সমস্যা একটা আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যার সমাধান সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। এ এম এস এ আমিন বলেন, প্রায় দশ লাখ রোহিঙ্গা আমাদের সীমান্তে অসহায় হয়ে দিন কাটাচ্ছে। বার্মা সরকার ও বৌদ্ধ মৌলবাদীগোষ্ঠী তাদের ওপর গণহত্যা চালাচ্ছে। বার্মা সরকারকে অবশ্যই গণহত্যা বন্ধ করতে হবে। মানবতার বিরুদ্ধে এই গণহত্যার বিচার করতে হবে। বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধানে কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে।
×