ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে শিবির ক্যাডার মহিম বন্দুকযুদ্ধে নিহত ॥ অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত: ০৫:৪২, ১ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে শিবির ক্যাডার মহিম বন্দুকযুদ্ধে নিহত ॥ অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ শিবির ক্যাডার মহিম (৩৬) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। র‌্যাবের গ্রেফতার অভিযানে চাঁন্দগাঁও থানাধীন রাজগঞ্জ এলাকায় বৃহস্পতিবার ভোরে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়কালে এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। সে শিবির ক্যাডার সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড বলে জানা গেছে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় খুন, হানাহানি, আধিপত্য বিস্তার, অপহরণসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। জানা গেছে, চাঁদাবাজির টাকা দিয়ে গত কয়েক বছরে মহিম নগরীর বায়েজিদ এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এলাকায় খুন, হানাহানি, অপহরণ ও জবর দখলসহ নতুন ভবন নির্মাণে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত মহিম। শিবির ক্যাডার সাজ্জাদ ২০১২ সালে ভারতে গ্রেফতারের পর থেকে ম্যাক্সন, সরোয়ার ও মহিম বায়জীদ থানা এলাকাসহ সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করত। পুলিশ বিভিন্ন সময়ে মহিমকে গ্রেফতারে অভিযান পরিচালনা করলেও ব্যর্থ হয়েছে। এলাকাবাসীর নানা অভিযোগ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারে বিভিন্ন সময় অভিযান চালিয়েছে। র‌্যাব সেভেন সূত্রে জানা গেছে, র‌্যাব সেভেনের কোম্পানি কমান্ডার আশিকুর রহমানসহ একটি টিম দুর্ধর্ষ সন্ত্রাসী মহিমকে গ্রেফতারে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায়। বুধবার গভীর রাতে গোপন সংবাদে চাঁন্দগাঁওতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান টিম। নাশকতার উদ্দেশ্যে মহিম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বৃহস্পতিবার ভোরে রাজগঞ্জ এলাকায় অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মহিমসহ সন্ত্রাসীরা অভিযান টিমের ওপর গুলি বর্ষণ করতে থাকে। এলোপাতারি গুলি বর্ষণের কারণে একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটে পড়ে। প্রায় ১০ মিনিট গুলি বিনিময়ের পর বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে র‌্যাবের অভিযান টিম একটি একে-২২ এসএমজি, একটি ৭ দশমিক ৬৫ বোরের বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার, ২টি ম্যাগাজিন, ২৭ রাউন্ড কার্তুজ এবং ২৬ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। মহিম হাজীপাড়া মোহাম্মদ মিয়া বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। এদিকে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধের সময় অভিযান দলের তিন সদস্যও আহত হয়েছেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁন্দগাঁও আবাসিক এলাকার চিটাগাং ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ এলাকার রেললাইনে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধ হয়েছে সন্ত্রাসীদের। সন্ত্রাসী মহিম ও তার বাহিনী বায়জীদ, মোহরা, অক্সিজেন, বহদ্দারহাটসহ নগরীর বিভিন্ন এলাকায় শিবির ক্যাডার সাজ্জাদের নামে চাঁদাবাজি করাসহ বিভিন্ন অপরাধে মহিম নিজেকে জড়িয়েছে। ২০১১ সালে সাজ্জাদের দুই সহযোগী ম্যাক্সন ও সরোয়ার গ্রেফতারের পর মহিম কিছুদিন গা ঢাকা দিয়েছিল। পরে নিজের নামে দল গঠন করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করায় এলাকার মানুষ পুলিশকে পর্যন্ত অভিযোগ করত না।
×