ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেনাপোল পৌর বিএনপির সভাপতিসহ আটক ৪

প্রকাশিত: ০৪:০১, ১ ডিসেম্বর ২০১৭

বেনাপোল পৌর বিএনপির সভাপতিসহ আটক ৪

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনসহ বিএনপির প্রথম সারির চার নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে নিজ নিজ বাড়ি থেকে পোর্ট থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন বেনাপোল পৌর বিএপির সভাপতি নাজিম উদ্দিন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আলমগীর হোসেন, বেনাপোল পৌর কমিশনার ও যুবদলের সদস্য আহাদ আলী, যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন। আটক নাজিম উদ্দিনের স্ত্রী জানান, রাতে পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির বাড়ি থেকে দরকার আছে বলে ডেকে নিয়ে যান। একই কথা বলেন আটক অন্য তিন নেতার পরিবার। বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক সুমন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতামূলক কর্মকা-ের আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। নেত্রকোনায় সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ নবেম্বর ॥ জমিসংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত আটপাড়া উপজেলার মঙ্গলসিদ্ধ গ্রামের কলেজছাত্র রনজু মিয়া বৃহস্পতিবার ভোরে মারা গেছে। টানা এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রনজু মিয়া ওই গ্রামের তাহের আলীর ছেলে। জানা গেছে, মঙ্গলসিদ্ধ গ্রামের তাহের আলীর সঙ্গে একই গ্রামের আলাল উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২২ নবেম্বর স্থানীয় বল্লা বিলের পাশে বিরোধপূর্ণ জমিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাহের আলীর ছেলে রনজু মিয়াসহ উভয় পক্ষের ৯ জন আহত হন। রনজু মিয়াকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×