ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা, মন্ত্রীর পদত্যাগ দাবি

ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীর ছেলের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৩

প্রকাশিত: ০৬:০৪, ৩০ নভেম্বর ২০১৭

ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীর ছেলের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৯ নবেম্বর ॥ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানের আনন্দ মিছিলে ভূমিমন্ত্রীর ছেলের নেতৃত্বে হামলার ছবি তুলতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরিফের নেতৃত্বে সন্ত্রাসীরা ওই তিন সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সংবাদকর্মীদের ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ফোনসহ দুটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়। আহত তিন সাংবাদিককে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় সাংবাদিকরা ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রীপুত্র শিরহান শরিফ তমালকে গ্রেফতার ও ভূমিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এছাড়াও ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সংবাদ সংগ্রহে একদল সাংবাদিক রূপপুর পারমাণবিক প্রকল্পের পুরানসাইড অফিসের সামনে গেলে বুধবার বিকেল চারটার দিকে দেখতে পায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ দিলু এমপির পুত্র শিরহান শরিফের নেতৃত্বে একদল সন্ত্রাসী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রবিউল আলম বদুর আনন্দ মিছিলের ওপর হামলা চালাচ্ছে। এ সময় এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয় ছবি তুলতে গেলে মন্ত্রীপুত্রসহ ২৫-৩০ সন্ত্রাসী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ওই সন্ত্রাসীরা সাংবাদিক রিজভী জয়কে বেদম মারপিট করতে থাকলে সময় টিভির সৈকত আফরোজ আসাদ ও ডিবিসি নিউজের সাংবাদিক মির্জা পার্থ হাসান তাকে বাঁচাতে গেলে তাদেরও বেদম মারপিট করা হয়। এ সময় সন্ত্রাসীরা ৩ সাংবাদিক ও একজন ক্যামেরাম্যানের কাছ থেকে ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ফোন ও পকেটে থাকা টাকা লুটে নেয়াসহ তাদের ব্যবহৃত ২টি মোটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনার পর অজ্ঞান অবস্থায় এটিএন নিউজের রিজভী জয়, সময় টিভির সৈকত আফরোজ ও ডিবিসির সাংবাদিক পার্থ হাসানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক আহতের খবর ছড়িয়ে পরলে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ হাসপাতালে ভিড় জমায়। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিক্ষোভ মিছিল করে শহরের ট্রাফিক মোড়ে সমাবেশ করে। সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রীপুত্র শিরহান শরিফ তমালকে গ্রেফতার ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ দিলুর পদত্যাগ দাবি করেন। এছাড়াও ভূমিমন্ত্রীর সকল ধরনের সংবাদ বর্জনেরও ঘোষণা দেয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান স্বপন, দৈনিক সমকাল প্রতিনিধি এবিএম ফজলুর রহমান, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা কৃষ্ণ ভৌমিক, দৈনিক নতুন বিশ^বার্তা সম্পাদক শহিদুর রহমান, দৈনিক সিনসার সম্পাদক এসএম মাহাবুব আলম, কামাল আহমেদ সিদ্দিকী প্রমুখ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গত তিনদিন ধরে মন্ত্রীপুত্রের নেতৃত্বে একদল সন্ত্রাসী পাবনা সদর আসনের এমপিসহ বিভিন্ন নেতার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো বিলবোর্ড লাগাতে বাধা দেয়াসহ পোস্টার, ব্যানার খুলে ফেলে। মন্ত্রীপুত্র ও তার বাহিনী শুধু ভূমিমন্ত্রীর প্লেকার্ড ছাড়া কারও অভিনন্দন বিলবোর্ড না রাখার ঘোষণা দেয়। পোস্টার লাগাতে গিয়ে চার কর্মী অপহৃত ॥ রূপপুর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন সেøাগানসংবলিত পোস্টার লাগানোর সময় ভ্যান চালকসহ সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাঞ্জাব আলী বিশ্বাসের চার কর্মীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে আলোবাগ তেলপাম্পের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে পাঞ্জাব আলী বিশ্বাস জানান, বুধবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার আলোবাগ রকিবের তেলপাম্পের সামনে প্রধান সড়কে আব্দুস সালাম, আরিফ হোসেন, আজিম ও ফারুক একটি ভ্যান নিয়ে ওই পোস্টার লাগানোর সময় চারজন যুবক মোটরসাইকেল নিয়ে হামলা চালায়। এ সময় যুবকেরা ওই চারজনকে মারপিট করে ভ্যান চালকসহ তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিকেল তিনটা পর্যন্ত ভ্যান চালকসহ চারজনের কোন খবর না পেয়ে পাঞ্জাব আলী বিশ্বাস পাবনা পুলিশ সুপারকে এ বিষয়টি অবগত করেন বলে তিনি জানিয়েছেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাদের উদ্ধার করা হয় বলে সন্ধ্যায় সাংবাদিকদের জানান পাঞ্জাব আলী বিশ্বাস।
×