ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর আর্টিলারি ও সিগন্যাল কোরের সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

প্রকাশিত: ০৫:০৫, ৩০ নভেম্বর ২০১৭

সেনাবাহিনীর আর্টিলারি ও সিগন্যাল কোরের সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ২০১৭ রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড বুধবার চট্টগ্রামের আর্টিলারি সেন্টার এ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ও রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ, হালিশহর চট্টগ্রামের সকল স্তরের সামরিক সদস্যগণ ও তাদের পরিবারবর্গ, নবীন সৈনিকের অভিভাবকগণ এবং বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্যারেড উপভোগ করেন। আর্টিলারি রেজিমেন্টের ২০১৭ রিক্রুট ব্যাচের সৈনিক (গানার ফিল্ড) মোঃ সাজ্জাদ হোসেন সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ নবীন সৈনিক হিসেবে বিবেচিত হন। এ ছাড়াও অস্ত্র প্রশিক্ষণে নবীন সৈনিক (টেকনিক্যাল এসিস্ট্যান্ট) মোঃ শাহীন আলম, কুচকাওয়াজে নবীন সৈনিক (গানার ফিল্ড) মোঃ নাজিম হাসান এবং শরীরচর্চা প্রশিক্ষণে নবীন সৈনিক (গানার ফিল্ড) মোঃ আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ নবীন সৈনিক হিসেবে ট্রফি গ্রহণ করেন। সিগন্যাল কোরের সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ॥ এদিকে সিগন্যাল কোরের ২০১৭ রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড বুধবার যশোর সেনানিবাসের সিগন্যাল সেন্টার এ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। -আইএসপিআর
×