ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার চেয়ে ৩০ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি

প্রকাশিত: ০৬:০১, ২৯ নভেম্বর ২০১৭

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার চেয়ে ৩০ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি

স্টাফ রিপোর্টার ॥ দেশের ৩০ বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে, জনমত উপেক্ষা করে অন্যায় ও অযৌক্তিভাবে বিদ্যুতের দাম বৃদ্ধিতে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘বিদ্যুতের দাম নিয়ে গণশুনানিতে এবার প্রমাণিত হয় যে, সরকারের ভুলনীতি, দুর্নীতি, অপচয় পরিহার করে জ্বালানি তেলের দাম সমন্বয় করলে অবশ্যই বিদ্যুতের দাম কমানো যায়। তারা বলেন, আমরা আশা করেছিলাম দাম না কমালেও এবার দাম বাড়ানো হবে না। এই মূল্যবৃদ্ধিতে তাই জনস্বার্থ উপেক্ষিত হলো। বিদ্যুতের দাম বাড়লে এর প্রভাব সর্বত্র পড়বে। এমনিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। তারপর বিদ্যুতের এই অপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাপন আরও দুর্বিষহ করে তুলবে। এমনকি বিদ্যুত প্রতিমন্ত্রীও বলেছেন, তেলের দাম সমন্বয় করলে বিদ্যুতের দাম বাড়াতে হবে না। পিডিবিও এই মত সমর্থন করেছিল। তাছাড়া সরকারের পথনক্সায় ২০১৪ সাল থেকে বিদ্যুতের দাম কমানোর কথাও বলা হয়েছিল। তারপর এই মূল্যবৃদ্ধি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমরা অবিলম্বে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির আদেশ বাতিলের দাবি জানাচ্ছি এবং দেশের বামপন্থী দলগুলো আহূত ৩০ নবেম্বর, বৃহস্পতিবার দেশব্যাপী সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত হরতাল সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। বিবৃতিদাতারা হলেন- ভাষা সংগ্রামী আহমদ রফিক, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কামাল লোহানী, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আকমল হোসেন, অধ্যাপক শফিকুজ্জামান, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক রেহনুমা আহম্মেদ, শহীদুল আলম, অধ্যাপক এ এন রাশেদা, ড. এম আখতারুজ্জামান, অধ্যাপক আবিদুর রেজা, অধ্যাপক তানজিম উদ্দিন, অধ্যাপক মোসাহিদা সুলতানা, অধ্যাপক সামিনা লৎফা, অধ্যাপক নাসিম আক্তার হোসাইন, আবু সাঈদ খান, ড. সাইদ ফরদৌস, ড. রায়হান রাইন, অধ্যাপক আবু সাইদ, ড. গাজী এম এ জলিল, অধ্যাপক ফাহমিদুল হক, ড. মীর্জা তাসলিমা, ড. জোবাঈদা নাসরিন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার সাদিয়া আরমান, ড. মাহমুদুল আলম শুভ ও অভিনু কিবরিয়া ইসলাম। গত বৃহস্পতিবার এক খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৩৫ পয়সা বাড়ানোর ঘোষণা দেয় বিদ্যুত নিয়ন্ত্রক সংস্থা। আগামী ডিসেম্বর থেকে এই দাম কার্যকর হবে।
×