ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্সেল কাপ শরীর গঠন

প্রকাশিত: ০৫:৩৪, ২৯ নভেম্বর ২০১৭

মার্সেল কাপ শরীর গঠন

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার প্রতিযোগীদের ওজন গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘মার্সেল কাপ উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতা।’ এদিন ১৩৯ প্রতিযোগীর ওজন গ্রহণ করা হয়। আজ সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন হবে। জাতীয় ক্রীড়া পরিষদের নিচতলায় অনুষ্ঠিত তিনব্যাপী এই প্রতিযোগিতা বৃহস্পতিবার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। এই প্রতিযোগিতায় দেশের ৬০ ক্লাবের প্রায় দুই শতাধিক বডিবিল্ডার ছয়টি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথম স্থান অর্জনকারী পাবেন মেডেল, ১০ হাজার টাকা অর্থ পুরস্কার ও সনদপত্র। দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন মেডেল, ৫ হাজার টাকা অর্থ পুরস্কার ও সনদপত্র। তৃতীয় স্থান অর্জনকারী পাবেন মেডেল, ৩ হাজার টাকা অর্থ পুরস্কার ও সনদপত্র। চতুর্থ থেকে ষষ্ঠ স্থান অর্জনকারীরা পাবেন ওয়ালটন ব্র্যান্ডের হোম এ্যাপ্লায়েন্স ও সনদপত্র।
×