ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: ০৬:০৬, ২৭ নভেম্বর ২০১৭

অনুদানের চেক বিতরণ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৬ নবেম্বর ॥ জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রবিবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ সব চেক বিতরণ করেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৫৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে পনের লাখ টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক হুমায়েরা বেগমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আইয়ুব খান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। নারী নির্যাতন বন্ধের কর্মসূচী স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস/২০১৭ পালন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে তাদের গৃহীত কর্মসূচীর ওপর এক সংবাদ সম্মেলন করেছে। রবিবার সকাল ১১টায় জামান ম্যানসন মার্কেটের অস্থায়ী কার্যালয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সহসভাপতি দৌলত জাহান ছবির সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সাধারণ সম্পাদক গুলশান আরা। সংবাদ সম্মেলনে বলা হয়, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস/২০১৭ উপলক্ষে জেলা মহিলা পরিষদ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ দিনব্যাপী নারী নির্যাতন বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী উল্লেখ করে।
×