ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

প্রকাশিত: ০৫:৩০, ২৭ নভেম্বর ২০১৭

চার সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

স্পোর্টস রিপোর্টার ॥ নাগপুর টেস্টে ভারতের রানের পাহাড়ে চাপা পড়েছে সফরকারী শ্রীলঙ্কা। আগেরদিনই সেঞ্চুরি পূরণ করেছিলেন মুরলি বিজয় (১২৮) ও চেতেশ্বর পুজারা (১৪৩)। রবিবার ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি (২১৩)। সেঞ্চুরি পেয়েছেন রোহিত শর্মাও (১০২*)। ৬ উইকেটে ৬১০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেন ভারত অধিনায়ক। তৃতীয়দিন শেষে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ২১। এর আগে প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয় অতিথিরা। লিড অনেক পরের ব্যাপার, ইনিংস হার এড়াতেই আরও ৩৮৪ রান চাই দীনেশ চান্দিমালদের! সবমিলিয়ে নাগপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে কঠিন বিপদে লঙ্কানরা। কলকাতায় বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়। ওপেনার বিজয়ের ১২৮ ও পুজারার অপরাজিত ১২১ রানের সুবাদে শনিবার দ্বিতীয়দিন শেষে ২ উইকেটে ৩১২ রান করেছিল ভারত। ৮ উইকেট হাতে নিয়ে ১০৭ রানে এগিয়েছিল টিম-ইন্ডিয়া। ১২১ রানে অপরাজিত থাকা পুজারার সঙ্গী হিসেবে তৃতীয়দিন শুরু করেন কোহলি। তার রান ছিল ৫৪। এদিনও শ্রীলঙ্কার বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেন তারা। তাই টেস্ট ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি পেতে সমস্যা হয়নি কোহলির। তবে মধাহ্ন বিরতির আগে নামের পাশে ১৪৩ রান রেখে পুজারা ফিরে গেলে তৃতীয় উইকেট হারায় ভারত। ১৪টি চারে ৩৬২ বলে নিজের ইনিংস সাজান পুজারা। তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে ১৮৩ রান যোগ করেন তিনি। এরপর অজিঙ্কা রাহানে ফিরে গেলেও রোহিতকে নিয়ে সামনে এগিয়েছেন কোহলি। সেই সঙ্গে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ডাবল সেঞ্চুরি তুলে নেন কোহলি। ক্যারিয়ারে অধিনায়ক হিসেবেই সব ডাবল সেঞ্চুরি পেয়েছেন কোহলি। তাই অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান, মাইকেল ক্লার্ক ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার পাশে নাম লিখিয়েছেন সেনসেশনাল এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ১৭টি চার ও ২টি ছক্কায় ২৬৭ বলে ২১৩ রান করে আউট হন কোহলি। অধিনায়কের বিদায়ের পর ছয় নম্বরে নামা রোহিত পান টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির স্বাদ। ইনিংস ঘোষণার আগে ১০২ রানে অপরাজিত ছিলেন রোহিত। তার ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা ছিল। শ্রীলঙ্কার হয়ে স্পিনার দিলরুয়ান পেরেরা ৩ উইকেট নেন। প্রথম ইনিংসে ৪০৫ রানে পিছিয়ে থেকে দিনের শেষভাগে ৯ ওভার ব্যাট করে ১ উইকেটে ২১ রান তোলে সফরকারী শ্রীলঙ্কা। ওপেনার সাদিরা সামারাবিক্রমাকে (০) শূন্য হাতে ফিরিয়ে দেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। আরেক ওপেনার দিমুথ করুনারতে্ন ১১ ও লাহিরু থিরিমান্নে ৯ রানে অপরাজিত আছেন। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২০৫/১০ (৭৯.১ ওভার; সামারাবিক্রমা ১৩, করুনারতে্ন ৫১, থিরিমান্নে ৯, ম্যাথুস ১০, চান্দিমাল ৫৭, দিকওয়েলা ২৪, শানাকা ২, দিলরুয়ান ১৫, হেরাথ ৪, লাকমল ১৭, গামাগে ০*; ইশান্ত ৩/৩৭, উমেশ ০/৩৭, অশ্বিন ৪/৬৭, জাদেজা ৩/৫৬) ও দ্বিতীয় ইনিংস ২১/১ (৯ ওভার; করুনারতে্ন ১১, থিরিমান্নে ৯*; ইশান্ত ১/১৫)। ভারত প্রথম ইনিংস ৬১০/৬ ডিক্লেঃ (১৭৬.১ ওভার; কোহলি ২১৩, পূজারা ১৪৩, বিজয় ১২৮, রোহিত ১০২*, দিলরুয়ান ৩/২০২)। ** তৃতীয়দিন শেষে
×