ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রবি ও সোমবার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি ঘোষণা

প্রকাশিত: ০৮:১৩, ২৫ নভেম্বর ২০১৭

রবি ও সোমবার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি ঘোষণা

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া বেসরকারী কলেজগুলোর জাতীয়করণ বন্ধ না করলে আগামী রবিবার ও সোমবার সারাদেশে সরকারী কলেজেগুলোতে পূর্ণ কর্মবিরতি ঘোষণা দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। একই সঙ্গে স্বতন্ত্র বিধিমালা প্রণয়ন না করে আগামীতে নতুন কোন কলেজকে জাতীয়করণ করা হলে ওই দিন থেকেই অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতি পালন করবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি। শুক্রবার ‘নো বিসিএস, নো ক্যাডার’ এই দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মহাসমাবেশে সংগঠনের মহাসচিব শাহেদুল কবির চৌধুরী এ ঘোষণা দেন। অধ্যাপক সেলিম উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে মহাসমাবেশে আরও বক্তব্য দেন, সংগঠনের যুগ্ম সচিব আবুল বাহার চৌধুরী, সচিব নজরুল ইসলাম, সমাজকল্যাণ সচিব অধ্যাপক আমির হোসেন, প্রচার সচিব কামাল উদ্দিন। সারাদেশের সরকারী কলেজের বিসিএস ক্যাডারভুক্ত প্রায় পাঁচ হাজার শিক্ষক এই সমাবেশে অংশ নেন। শাহেদুল কবির চৌধুরী বলেন, সামনে ডিসেম্বর মাস। বিজয়ের মাস হিসেবে এ মাসে আমরা কঠোর কর্মসূচীতে যাচ্ছি না। তবে যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে আগামী জানুয়ারি মাসের ৬, ৭, ৮ তারিখে আবার পূর্ণ কর্মবিরতি পালন করা হবে।
×