ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লার বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচ রাজশাহীর, অপর ম্যাচে মুখোমুখি চিটাগং-রংপুর

মুস্তাফিজ নামছেন আজ

প্রকাশিত: ০৬:৩০, ২৫ নভেম্বর ২০১৭

মুস্তাফিজ নামছেন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ শুরু থেকেই মাঠে নেই মুস্তাফিজুর রহমান। রাজশাহী কিংসের বোলিং আক্রমণ তাই কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। তবে আজ থেকেই যোগ হচ্ছেন কাটার মাস্টার। প্রথমবারের মতো চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে আজ মাঠে নামছেন তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচ রাজশাহীর। দুপুর ১টায় ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে স্বাগতিক চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স। সিলেটপর্বে চিটাগং ভাইকিংস ১১ রানের জয় তুলে নিয়েছিল রংপুরের বিরুদ্ধে। ম্যাচ নিজেদের মাঠে আসা পর্যন্ত আর জিততে পারেনি তারা। ঢাকাপর্ব পর্যন্ত ৬ ম্যাচ খেলে তাদের সাকুল্যে জয় সেই একটা ম্যাচেই। ৪ ম্যাচ হেরেছে দলটি। আর সময় খারাপ গেলে দুর্ভাগ্যও নেমে আসে সেটা পরিষ্কার হয়ে গেছে আরেকটি ম্যাচ পরিত্যক্ত হওয়াতে। তবে এবার নিজেদের মাঠে নিজেদের ফিরে পাওয়ার লড়াই তাদের। প্রতিটি দলের ১২টি করে ম্যাচ খেলতে হবে। এর অর্ধেক পথই পেরিয়ে গেছে সব দল। চট্টগ্রামপর্বে ভাইকিংস খেলবে ৪ ম্যাচ। এই চার ম্যাচেই তাদের ভাগ্য নির্ধারিত হবে। এখন ধারাবহিকভাবে জয় তুলে না নিতে পারলে প্রাথমিকপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের। সে কারণে ঘরের মাটিতে ঘুরে দাঁড়ানোর লড়াই তাদের। অবশ্য কাগজে-কলমে হিসেব কষলে অন্য দলগুলোর চেয়ে শক্তিমত্তায় বেশ পিছিয়ে তারা। আজ রংপুরের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা তাদের। প্রথম সাক্ষাতে জয় তুলে নিলেও সে সময় রংপুরের গুরুত্বপূর্ণ বিদেশী ক্রিকেটাররাই ছিলেন না দলে। এখন দলটি শক্তিমত্তায় ভরপুর। ঢাকাপর্বের শেষদিকে টানা দুই ম্যাচ জিতে নিজেদের ফিরে পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দলটি। তবে চট্টগ্রামপর্বে এসেই আবার সেই ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটেছে। খুলনা টাইটান্সের কাছে পরাজিত হয়েছে শুক্রবার। ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও তাদের নামতে হবে। এবার তাদের মিশন ঘুরে দাঁড়ানোর এবং চিটাগংয়ের বিরুদ্ধে প্রতিশোধ তুলে নেয়ার। সোমবার অন্যতম দুই ব্যাটিং স্তম্ভ ক্রিস গেইল ও ব্র্রেন্ডন ম্যাককালাম- দু’জনই হয়েছেন ব্যর্থ। আজ এ দুইজনের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে রংপুর। যদিও নাহিদুল ইসলাম চমক দেখিয়েছেন দুর্দান্ত এক অর্ধশতক হাঁকিয়ে। তিনি চলতি বিপিএলে এদিনই প্রথম খেলেছেন। তাই লেট অর্ডারে দুশ্চিন্তাটাও কমেছে মাশরাফিদের। এবার নিজেদের মাঠে মেলে ধরা। এদিন সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছেন মুস্তাফিজ। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম পেস স্তম্ভকে এবার বরিশাল বুলস আইকন হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু সেই দলটিই এবার বাদ পড়েছে বিপিএল থেকে আর্থিক অসঙ্গতির কারণে। শেষ পর্যন্ত রাজশাহী তাকে দলে ভিড়িয়ে তৃপ্তির ঢেঁকুর তুলেছিল। কিন্তু মুস্তাফিজ খেলতেই পারেননি। তিনি দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের আগেরদিন গোড়ালি মচকে দেশে ফিরে আসেন। আর খেলা হয়নি ওয়ানডে কিংবা টি২০ সিরিজ। এবার বিপিএলের পুরেটাতেই তার খেলার সম্ভাবনা কম ছিল। তবে টানা ১ মাসের পুনর্বাসন প্রক্রিয়া তাকে পুরোপুরি ফিট করে তুলেছে। আজ তিনি মাঠে নামার জন্য প্রস্তুত। এবার তাকে দলে পেয়ে রাজশাহীও বেশ উজ্জীবিত হয়ে উঠবে। আইকন মুশফিকুর রহীম আগের ম্যাচে রানে ফিরেছেন। অধিনায়ক ড্যারেন সামির জন্য আরেক সুখবর হয়ে আসলেন মুস্তাফিজ। গত আসরের রানার্সআপরা এবার তেমন সুবিধা করতে পারছে না বিপিএলে। ৭ ম্যাচ খেলে মাত্র ২ জয় তুলে নেয়া দলটি পয়েন্ট টেবিলে আছে ৬ নম্বরে। বাকি ৫ ম্যাচেই জয় তুলে নিতে পারলে শেষ চার নিশ্চিত হবে। এখন আর হেরে গেলে সমীকরণ কঠিন হয়ে পড়বে তাদের জন্য। এ কারণে আজ মুস্তাফিজকে নিয়েই মাঠে নামবে রাজশাহী। এতে করে বোলিং আক্রমণটা আরেকটু ধারালো হবে। পাকিস্তানী মোহাম্মদ সামি, অধিনায়ক ড্যারেন সামি, ফরহাদ রেজা, জেমস ফ্র্যাঙ্কলিন ও কেসরিক উইলিয়ামস আছেন পেস বিভাগে। গত ১২ নবেম্বর ঢাকায় অবশ্য রাজশাহীকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছিল দারুন ফর্মে থাকা কুমিল্লা। উজ্জীবিত দলটি আজও জয় পেতে আত্মবিশ্বাসী।
×