ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান তীরন্দাজদের লড়াই আজ উদ্বোধন, কাল খেলা

প্রকাশিত: ০৬:২৯, ২৫ নভেম্বর ২০১৭

এশিয়ান তীরন্দাজদের লড়াই আজ উদ্বোধন, কাল খেলা

স্পোর্টস রিপোর্টার ॥ টার্গেটে আন্দাজ করে তীর মারে তীরন্দাজ। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন আজ। ছন্দে ছন্দে যে খেলাটি সম্পর্কে তিনটি বাক্য বলা হলো, তা হচ্ছে তীর-ধনুকের খেলা আরচারি। ইংরেজী ‘আরচরি’ শব্দের আভিধানিক অর্থ ধনুর্বিদ্যা বা তীরন্দাজের সৈন্যদল। আদিম যুগের মানুষেরা মাংসাশী প্রাণী শিকার করে ক্ষুধা নিবারণ ও হিংস্র প্রাণীর কবল থেকে আত্মরক্ষার জন্য উদ্ভাবন করেছিল তীর-ধনুকের মতো অস্ত্রের। পরবর্তীতে অবশ্য এ অস্ত্রটি শিকার ও নিজেকে বাঁচানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, পরিণত হয় মানুষ হত্যার প্রধান হাতিয়ারে! আধুনিক যুগে গুলি, বন্দুক, বোমা আবিষ্কার হওয়াতে তীর-ধনুকের গুরুত্ব আর নেই। না, আছে। সেটা খেলাধুলাতে। বিশ্বব্যাপী জনপ্রিয় খেলাগুলোর মধ্যে আরচারি হচ্ছে অন্যতম। ভুটানে তো এটি জাতীয় খেলা হিসেবেই স্বীকৃত! বিশ্ব আরচারি এশিয়ার উদ্যোগে আয়োজিত হয় এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। ১৯৮০ সালে টুর্নামেন্টের যাত্রা শুরু। এবারের আয়োজক বাংলাদেশ। আজ শনিবার থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই প্রতিযোগিতার ২০তম আসর। রিকার্ভ এবং কম্পাউন্ড দুই ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুশীলনের জন্য রাখা হয়েছে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম। আজ সকাল ১১টায় প্রতিযোগিতার অফিসিয়াল অনুশীলন ও উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উদ্বোধন হওয়ার পর দুপুর ১২টায় ম্যানেজার্স মিটিং অনুষ্ঠিত হবে। মিটিংয়ের পর সব প্রতিযোগিতার সিডিউল ঘোষণা করা হবে। কাল রবিবার থেকে মূল খেলা শুরু হবে। শুক্রবার স্বাগতিক বাংলাদেশ দলের আরচাররা অনুশীলন করেন। সকালে ছেলেরা, দুপুরে মেয়েরা। টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুত আয়োজক বাংলাদেশ। এবারই প্রথম এই আসরটি আয়োজন করছে তারা। এশিয়ান পর্যায়ে আরচারির সবচেয়ে বড় এই আসরে অংশ নেবে ৩৫ দেশ। সর্বশেষ ২০১৫ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় আরচারি চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে গত নয় মাস ধরে টঙ্গী নিজস্ব আরচারি গ্রাউন্ডে অনুশীলন করছে বাংলাদেশের তীরন্দাজরা। এই আসরে শুধু এশিয়ার সেরারাই নন, বিশ্বসেরা আরচাররাও অংশ নেবেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো : আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, উত্তর কোরিয়া, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জাপান, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইপে, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুর্কমিনিস্তান, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ভিয়েতনাম ও ইয়েমেন। আরচারির এ মিলন মেলায় অংশ নেবে ১৬১ পুরুষ ও ১২৫ মহিলা আরচার এবং ১২২ অফিসিয়ালসহ মোট ৪০২ জন। টুর্নামেন্ট সামনে রেখে বৃহস্পতিবার ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। রিকার্ভ একক ও দ্বৈত, কম্পাউন্ড একক, দ্বৈত ছাড়াও রিকার্ভ এবং কম্পাউন্ডের মিশ্র দ্বৈতে বাংলাদেশের পুরুষ ও মহিলা আরচাররা অংশ নেবেন। টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য সেরা ১০ থাকাÑ বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন কথাই জানান বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। আর রিকার্ভ ইভেন্টে আগের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনালকে ছাড়িয়ে এবার সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের। এই আসরে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী তিন আরচার অংশ নেবেন। তিনজনই দক্ষিণ কোরিয়ার। যার মধ্যে দু’জন মহিলা এবং একজন পুরুষ আরচার। শ্যামলী ও হীরামণিকে ছাড়াই দল ঘোষণা করেছে আরচারি ফেডারেশন। অনুশীলনের পারফর্মেন্স প্রত্যাশামতো না হওয়ায় বাদ পড়েছেন দুই স্বর্ণজয়ী। ২০১৬ অলিম্পিকে স্বর্ণজয়ী দক্ষিণ কোরিয়ান আরচার লি সিয়ং ইউন জানান, ‘আমি অবশ্যই স্বর্ণজয়ের লক্ষ্য নিয়েই বাংলাদেশে এসেছি। প্রথমবার এসে খুব ভাল লাগছে। এখানকার আবহাওয়া নিয়ে একটু চিন্তিত। বাতাসের গতিবিধি বুঝতে চেষ্টা করছি।’ গত ফেব্রুয়ারিতে ঢাকায় হয়েছিল রোলবল বিশ্বকাপ। নারী-পুরুষ মিলিয়ে ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়ার ৪০ দেশ অংশ নিয়েছিল, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে দলের সংখ্যায় সবচেয়ে বড় আয়োজন এটি। ৯ মাসের মধ্যে আরেকটি বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে ঢাকায়। ৩৫টি দেশ নিয়ে আগামীকাল শুরু হচ্ছে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ, শেষ হবে ১ ডিসেম্বর। শুধু এশিয়া না, বিশ্বসেরা তীরন্দাজরা শ্রেষ্ঠত্বের মুকুট পরতে তীর ছুড়বেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। টুর্নামেন্টে অংশ নিতে সবদেশের তীরন্দাজরা চলে এসেছেন। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনভর অনুশীলনও করেছেন তারা। প্রতিযোগিতার ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে পদকের দ্বৈরথে নামার আগে আজ তীর ছোঁড়ার প্রস্তুতির অফিসিয়াল অনুশীলন করবেন সবদেশের তীরন্দাজরা। ২০১২ লন্ডন অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন দক্ষিণ কোরিয়ার লি বো ভায়ে, রিওতে ব্রোঞ্জ। দলে আছেন ২০১৬ অলিম্পিকে স্বর্ণজয়ী লি সিউং ইয়ুনও। বিশ্বের বড় বড় তারকাদের সামনে বাংলাদেশী তীরন্দাজরা নবীসই! তারপরও ঘরের মাঠে ভাল করতে চান লাল-সবুজ তীরন্দাজরা। ৩৫ দেশের মধ্যে এখন পর্যন্ত ৩৩ দেশ অংশগ্রহণ নিশ্চিত করেছে। গত আসরে ৬ স্বর্ণ, ৫ রৌপ্য ও ২ তাম্রপদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ কোরিয়া। ভারত হয়েছিল রানার্সআপ (৩-২-১)। চাইনিজ তাইপে হয়েছিল তৃতীয় (১-০-৩)।
×