ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে দুই বোনকে কুপিয়ে জখম

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ নভেম্বর ২০১৭

টুকরো খবর

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২২ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দুই বোনকে কুপিয়ে জখম করেছে। এছাড়া বাড়িঘর ভাংচুর ও শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ ওঠেছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চম্পা রানী জানান, তাদের সঙ্গে একই এলাকার বিদু, ধীরেন, অকিল, নিকিল, সিকান্ত, সুক্কুরের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সকালে প্রতিপক্ষের লোকজন চম্পা রানীর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজ করতে নিষেধ করলে প্রতিপক্ষের লোকজন চম্পা রানীকে দা দিয়ে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে বোন শিখা রানী বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও কুপিয়ে জখম করে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দুই বোনকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে প্রতিপক্ষের লোকজন চম্পা রানীর বাড়িঘর ভাংচুর করে। ফেন্সিডিলসহ দুই বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ৫৫৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। বুধবার ভোরে নগরীর মতিহার থানাধীন শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এরা হলো, নগরীর মতিহার থানাধীন চরখিদিরপুর এলাকার সুলতান রেন্টু ও একই এলাকার মোস্তাকিন। র‌্যাব জানায়, নগরীর মতিহার থানার এলাকার শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৫৫৫ বোতল ফেন্সিডিলনসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকাও জব্দ করা হয়। র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে ফেন্সিডিলসহ মাদক বিক্রির সঙ্গে জড়িত। দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১০ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২২ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একনাম কীর্তন ও লীলা কীর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে হিন্দুদের দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত দশ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টান-মুশুরী এলাকায় ঘটে এ ঘটনা। জানা গেছে, টান-মুশুরী এলাকার সার্বজনীন পূজা মন্দিরে আগামী ২৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত একনাম কীর্তন ও লীলা কীর্তন অনুষ্ঠানের আয়োজন করেন হরিহর সরকারসহ তার সমর্থকরা। একই স্থানে অপর পক্ষের বিনয় অধিকারীসহ তার লোকজনও ওই কীর্তনের আয়োজন করেন। একই স্থানে দুই পক্ষের একনাম কীর্তন ও লীলা কীর্তন অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই বিরোধ চলে আসছিল তাদের দুই পক্ষের মাঝে। দুপুরে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হরিহর সরকার, অনিল, তমালিকা, বিনয় অধিকারী, গোপাল অধিকারী, লনী সরকারসহ অন্তত দশ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুই বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামে মঙ্গলবার মধ্যরাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে সাইফুল ইসলাম নামক এক যুবক আহত হয়েছেন। রাতেই তাকে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ সাইদুল ইসলাম নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে। আহত সাইফুল ইসলামের ভাই সাখাওয়াত হোসেন জানান, ৮/১০ জনের একটি ডাকাত দল হাতেম আলীর বাড়িতে ঢুকে। তারা ধারালো অস্ত্রের মুখে গৃহকর্তা হাতেম আলীসহ তার স্ত্রী ও এক ছেলেকে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে বেঁধে স্ত্রীর কানের দুল ছিনিয়ে নেয়। ছেলেকে জবাই করার হুমকি দিয়ে এক হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২২ নবেম্বর ॥ হাটহাজারী উপজেলার ছিপাতলী বোয়ালিয়া খালের মুখ এলাকায় বুধবার সকালে তাসপিয়া আকতার (৭) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুছার দোকান এলাকার আলী আকবরের কন্যা। পুলিশ জানায়, বাড়ির পাশে প্রবাহিত একটি ছড়ার পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে গিয়ে ভাটিতে ভেসে যায়। লোকজন বোয়ালিয়া খালের মুখ এলাকায় শিশুটির মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মৌলভীবাজারে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২২ নবেম্বর ॥ দলিল লেখকদের ওপর সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দলিল লেখক সমিতি। বুধবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল মছব্বির, কমলগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন, শ্রীমঙ্গল উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফজলুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, গত ১৬ নবেম্বর এখলাছুর রহমান আক্কাছ একটি মাইক্রোবাস ও প্রাইভেটকারে সন্ত্রাসী বাহিনী নিয়ে মৌলভীবাজার সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন দলিল লেখার শেডে ঢুকে সšা¿াসী হামলা চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়। হুমকির প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় ট্রাফিক সার্জেন্ট জাহিদুল ইসলামের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় মাইক্রোবাস, প্রাইভেট ও মিনিট্রাক চালকরা শহরের মাইক্রো স্টান্ডে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, রমজান আলি, নজরুল ইসলাম, কায়েস, আলি আকবর, আমিনুর রহমান, আনার আলি ও মেহেদী হাসান। বক্তরা বলেন, সাতক্ষীরায় ট্রাফিক সার্জেন্ট জাহিদুল ইসলাম জাহিদ যোগদান করার পর একের পর এক মাইক্রোবাস, প্রাইভেট ও মিনিট্রাক চালকদের হয়রানি করছে। মাসিক ৫শ’ টাকা চাঁদা দিয়েও তিনি গাড়ি রিকুইজিশনের নাম করে ড্রাইভারদের কাছ থেকে দুই থেকে তিন হাজার টাকা আদায় করছেন। প্রক্টর লাঞ্ছিত ॥ আটক দুই রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দোকানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ওই দোকানদারকে মারধর ও দোকান ভাংচুর করেছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এই ঘটনা ঘটে। পুলিশ দোকানদার নিজাম উদ্দিন আলম ও তার ভাইকে আটক করেছে। রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ভর্তি পরীক্ষার আগে ওই দোকানদার তার দোকানের সামনে রাস্তা বন্ধ করে চালা দিয়ে বর্ধিত করে। বিষয়টি প্রক্টর দফতরের নজরে এলে বর্ধিত অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও সেই বর্ধিত অংশ ভেঙ্গে না ফেলায় বুধবার প্রক্টোরিয়াল বডি অভিযানে যায়। অপহৃত ছাত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অপহৃত এক ছাত্রকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তার নাম মাহবুব তানজিল এরশাদ (২৪)। মঙ্গলবার গভীর রাতে মাহবুবকে খুলশী থানাধীন রোজভ্যালী আবাসিক এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ইমরুলকেও গ্রেফতার করে পুলিশ। বাল্যবিবাহ থেকে রক্ষা নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ নবেম্বর ॥ বুধবার দুপুরে পৌর এলাকার গেন্ডা মহল্লার কান্দী কাজীর বাড়িতে বাল্যবিবাহের এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন দুপুরে গেন্ডা এলাকার ওই বাসার ভাড়াটে মতিয়ার রহমানের মেয়ে আনিকা আক্তার মিম (১১) এর সঙ্গে ধামরাইয়ের আঁড়ালিয়া এলাকার আনোয়ার হোসেন (২৪) এর দুই পরিবারের সম্মতিতে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এলাকায় বাল্যবিবাহ হচ্ছে- স্থানীয়রা বিষয়টি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা জাহানকে জানালে তিনি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কনের বাসায় গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন।
×