ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর সরকারী মাধ্যমিক স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর

প্রকাশিত: ০৮:০০, ২২ নভেম্বর ২০১৭

রাজধানীর সরকারী মাধ্যমিক স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সরকারী মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। আবেদন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারির ড্র ২৬ ডিসেম্বর। ১৯, ২০ ও ২১ ডিসেম্বর যথাক্রমে ক, খ ও গ গ্রুপের স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ তারিখের মধ্যেই ফল প্রকাশ করা হবে এবং নতুন বছরের প্রথম দিন থেকেই ক্লাস শুরু হবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর নতুন-পুরাতন ৩৫টি স্কুলের ভর্তি কার্যক্রম শুরু করতে একটি নীতিমালা তৈরি করা হয়েছে। এ নিয়ে কয়েকবার সভা করা হয়েছে। সভায় নতুন বছরের ভর্তি সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়। এর বাইরে নতুন নীতিমালায় ক, খ ও গ গ্রুপের ভর্তি পরীক্ষায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত বই থেকে প্রশ্ন করতে বলা হয়েছে।
×