ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টু ক রো - খ ব র

প্রকাশিত: ০৫:৩৮, ২২ নভেম্বর ২০১৭

টু ক রো - খ ব র

বাকৃবির ৫০ শিক্ষার্থী অসুস্থ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২১ নবেম্বর ॥ মাদারগঞ্জে মাঠ সফরে আসা বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) ৫০ জন ছাত্রছাত্রী স্থানীয় একটি হোটেলের খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে আট শিক্ষার্থী মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে হোটেলটির মালিক সাবেক পৌর কাউন্সিলর আবু বক্কর পালিয়েছেন। জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন বিভাগের ¯স্নাতক সম্মান শেষ বর্ষের ৫০ ছাত্রছাত্রী পাঁচদিনের জন্য মাদারগঞ্জে মাঠ সফরে যান। তারা সবাই সোমবার রাত নয়টার দিকে স্থানীয় বালিজুড়ি বাজারের সজিব হোটেলে রাতের খাবার খান। খাওয়ার পর থেকেই তারা সবাই পেটে ব্যথা এবং বমি করেন। বেশ কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হন। রাত তিনটার দিকে তাদের গুরুতর অসুস্থ অবস্থায় মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা চিকিৎসাসেবা দেন। তাদের মধ্যে আটজন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তুলা কারখানায় অগ্নিকান্ড- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর আতুরার ডিপো এলাকায় তুলা তৈরির একটি কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়, যা নিয়ন্ত্রণে আনা হয় মঙ্গলবার সকালে। ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়, আতুরার ডিপো এলাকায় একটি পুরনো চারতলা ভবনের দুটি ইউনিটে ছিল কৃত্রিম তুলা তৈরির কারখানা। বিভিন্ন পোশাক কারখানার ঝুট থেকে সেখানে তুলা তৈরি হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে সাতটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। রাতভর চলে আগুন নেভানোর অভিযান। সকালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকা-ের কারণ এবং ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। দম্পতির ওপর হামলা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মঙ্গলবার সকালে শহরের নারুলী পশ্চিমপাড়া এলাকায় বাড়িতে ঢুকে এক দম্পতিসহ তাদের সন্তানকে কুপিয়েছে সন্ত্রাসীরা। পারিবারিক বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। ঘটনার সময় দুই হামলাকারী আহত হয়। আহতরা হলো- ব্যবসায়ী কামরুজ্জামান আঙ্গুর (৬৬), তার স্ত্রী রানী বেগম (৫০) ও ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র সৌখিন (১৪)। অপরদিকে আহত হামলাকারীরা হলো-আরেফিন সুলতান শাওন (২৬) ও তার সহযোগী শাকিল (২৫)। পুলিশ তাদের আটক করেছে। হামলাকারীদের একজন আহত গৃহকর্তা কামরুজ্জামানের ভাতিজা। আহত ৫ জনই বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, কামরুজ্জামান এক সময় বিদেশে থাকতেন। দেশে ফিরে এসে তিনি ব্যবসা শুরু করেন। তার ভাই মাহবুবুবর রহমান লেবুর ছেলে কানন ও শাওনের সঙ্গে বাবার সম্পর্ক ভাল ছিলনা। সম্প্রতি লেবু তার দুই ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়। শাওনের ক্ষোভ চাচা কামরুজ্জামানের কারণেই এ ঘটনা ঘটে। এর জের ধরে পারিবারিক বিরোধের প্রতিশোধ নিতে মঙ্গলবার সকালে শাওন তার কয়েক সহযোগীসহ কামরুজ্জামানের বাড়িতে যায় এবং গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা চাচা ও তার স্ত্রীসহ চাচাত ভাইয়ের মাথায় আঘাত ও উপর্যুপরি কোপায়। ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২১ নবেম্বর ॥ সোমবার মধ্যরাতে শিবচর উপজেলার দক্ষিণ বহেড়াতলা ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ খালাসির বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা গেছে, সোমবার মধ্যরাতে দক্ষিণ বহেড়াতলা ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ খালাসির বাড়িতে ১২-১৫ জনের অস্ত্রধারী একদল ডাকাত ঘরের কলাপসিবল গেট ও দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চেয়ারম্যানের বড় ভাই গোলাম কিবরিয়া খালাসিকে বেদম প্রহার করে। একপর্যায়ে পরিবারের অন্যান্য সদস্যকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় মহিলাসহ চারজন আহত হয়। ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড-, চট্টগ্রাম ২১ নবেম্বর ॥ সীতাকু-ে ট্রেন কাটায় অজ্ঞাত (৩০) যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে জিআরপি পুলিশ মর্গে প্রেরণ করেন। জানা যায়, উপজেলার পৌরসদর ১নং ওয়ার্ড এয়াকুবনগর রেলওয়ে এলাকায় সকালে একটি অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি স্থানীয় প্রতিনিধি সীতাকু- জিআরপিকে অবহিত করলে, জিআরপির উপ-পরিদর্শক মিছবাহুল আলম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
×