ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৩৬, ২২ নভেম্বর ২০১৭

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২১ নবেম্বর ॥ ‘নিরাপদ সামাজিক পরিবেশ রক্ষায় মাদকমুক্ত সমাজ গঠন’ দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা পৌরসভা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা আইইডি’র সহযোগিতায় ‘জনউদ্যোগ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচীর আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, নারী সংগঠক, রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী ও উন্নয়ন কর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, উদীচীর কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান খান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম প্রমুখ। সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযানে হামলা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে মাদক বিক্রেতারা। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ চিহ্নিত মাদক বিক্রেতা সেলিমকে গ্রেফতার করে। পরে সেলিমের কাছ থেকে পুলিশ ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তার বিরুদ্ধে ঢাকার ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানায় ১২টি মামলা রয়েছে।
×