ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গলাচিপায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৫:৩০, ২২ নভেম্বর ২০১৭

গলাচিপায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় পৃথক গ্রামে ১৬ ঘণ্টায় তিন পরিবারের তিনটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এর মধ্যে দুটি শিশুর বয়স দেড় বছর এবং অপর শিশুটির বয়স দুই বছর। গলাচিপার রতনদী-তালতলী ইউনিয়নের মানিকচাঁদ গ্রামের টমটমচালক হানিফ ফরাজীর ১৮ মাস বয়সের শিশুছেলে জিসান মঙ্গলবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে কোন এক সময়ে বাড়িসংলগ্ন খালের পানিতে ডুবে মারা যায়। হানিফ ফরাজী সকালের ভাত খেয়ে খালের পানিতে হাত ধুতে গিয়ে শিশুছেলের মরা লাশ ভেসে থাকা অবস্থায় দেখতে পায়। একই ইউনিয়নের চৌদ্দকান্দি গ্রামের দিনমজুর লিটন ফকিরের দুই বছরের শিশুছেলে আবু সালেহ নিজেদের বাড়ির পানিতে ডুবে সোমবার বিকেল চারটার দিকে মারা যায়। আবু সালেহ খেলার ছলে পুকুরে নিজের জুতা তুলতে গিয়েছিল। পা পিছলে সে পানিতে পড়ে যায়। ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের মোঃ ইব্রাহিমের ১৮ মাস বয়সের মেয়ে আফসানা মঙ্গলবার সকালে নিজেদের বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়। আফসানা তার নানির সঙ্গে পুকুরপাড়ে গিয়েছিল। প্রতিবন্ধী নানি আফসানাকে সেখানে রেখে টিউবওয়েলে পানি আনতে যায়। এই ফাঁকে আফসানা পুকুরের পানিতে পড়ে মারা যায়।
×