ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংসদে বিল পাস

জামালপুরে বঙ্গমাতার নামে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৫:৫৬, ২১ নভেম্বর ২০১৭

জামালপুরে বঙ্গমাতার নামে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সংসদ রিপোর্টার ॥ জাতীয় পর্যায়ে উচ্চ শিক্ষা ও আধুনিক বিজ্ঞান চর্চা সম্প্রসারণে জামালপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এজন্য জাতীয় সংসদে সোমবার ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০১৭’ নামে একটি বিল পাস হয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মোঃ ফখরুল ইমামসহ অন্যান্যদের বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
×