ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মোবাইল ফোনে প্রেম অতপর বিয়ে-শেষে ত্রিপুরা থেকে লাশ হয়ে ফিরল কুমিল্লার সুমি

প্রকাশিত: ০৭:৪২, ২০ নভেম্বর ২০১৭

মোবাইল ফোনে প্রেম অতপর বিয়ে-শেষে ত্রিপুরা থেকে লাশ হয়ে ফিরল কুমিল্লার সুমি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ নবেম্বর ॥ মোবাইল ফোনে পরিচয়। পরিচয় থেকে প্রেম। এক পর্যায়ে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে কুমিল্লার সুমি বিয়ে করল ভারতের ত্রিপুরার ছেলে নাজমুলকে। কিন্তু বিয়ের মাস পেরোনোর আগেই সুমি লাশ হয়ে ফিরল স্বজনদের বুকে। রবিবার দুপুরে ব্রাহ্মণপাড়ার শশীদল বিওপিতে আনুষ্ঠানিকতা শেষে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে সুমির লাশ হস্তান্তর করা হয়। সুমির মরদেহ রাতে গ্রামের বাড়িতে আনার পর এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সীমান্তবর্তী আশাবাড়ী এলাকার লোকজন জানান, ত্রিপুরার কলমচুড়া থানার রহিমপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে নাজমুলের সঙ্গে এক মাস আগে কুমিল্লার ইদ্রিস মিয়ার মেয়ে সুমির (২২) মোবাইলে প্রেম হয়। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পারিবারিক ইচ্ছার বিরুদ্ধে ৫ নবেম্বর পালিয়ে গিয়ে বিয়ে করে সুমি। কিন্তু এক সপ্তাহ পরেই নাজমুল সুমিকে যৌতুকের জন্য মারধর ও যৌতুকের জন্য চাপ দেয়। সুমি সুখের কথা ভেবে স্বজনদের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে নাজমুলকে দেয়। এরপরও নাজমুল যৌতুকের জন্য সুমির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে থাকে। ১৮ নবেম্বর বিকেলে সুমি স্বামীর সঙ্গে ঝগড়া করে আশাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকলেও স্বামী ও তার মামাশ্বশুর আব্দুল জলিল সুমিকে ধরে সীমানার ওপারে নিয়ে বেদম মারধরের পর তাকে বস্তাবন্দী করে কাঁটাতারের বেড়ার এপারে ফেলে দেয়ার চেষ্টা করে। বিষয়টি বিএসএফের দৃষ্টিগোচর হলে তারা সুমিকে উদ্ধার করে। তবে সুমির স্বামী ও মামাশ্বশুর পালিয়ে যায়। বিএসএফ সুমিকে উদ্ধার করে বক্সনগর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরে ময়নাতদন্ত শেষে সুমির লাশ রবিবার বাংলাদেশে হস্তান্তর করে বিএসএফ। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৬০ ব্যাটালিয়ন বিজিবির নন কমিশনার অফিসার মেহেদী হাসান, শশীদল বিজিবির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার টিপু সুলতান, ব্রাহ্মণপাড়া থানার এসআই সুনীল ও ভারতের আশাবাড়ী বিএসএফ ক্যাম্প কমান্ডার এস কে মিতু ও কলমচুড়া থানা পুলিশ। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়ার শশীদল বিজিবির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার টিপু সুলতান জানান, ভারতে ময়নাতদন্তের পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আমাদের নিকট সুমির মরদেহ হস্তান্তর করে। পরে সুমির মরদেহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
×