ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে জাম্বু বাহিনী প্রধান নিহত ॥ বিপুল অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৯, ২০ নভেম্বর ২০১৭

বন্দুকযুদ্ধে জাম্বু বাহিনী প্রধান নিহত ॥ বিপুল অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, কক্সবাজার, ১৯ নবেম্বর ॥ মহেশখালীর সোনাদিয়া দ্বীপে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাম্বু বাহিনী প্রধান মোকাররম হোসেন জাম্বু (৩৬) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা একটি বিদেশী পিস্তল, ২৩ ওয়ানশুটারগান, ২০ এসবিবিএলসহ ৪৪টি অস্ত্র ও এক হাজার দুশ’ ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। রবিবার দুপুরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে এই ঘটনাটি ঘটে। নিহত মোকাররম হোসেন জাম্বু সোনাদিয়া পূর্ব পাড়া এলাকার মৃত এখলাছ মেম্বারের পুত্র। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, ধর্ষণ ও অপহরণ মামলাসহ ১২টি মামলা রয়েছে। র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, রবিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে একটি সংঘবদ্ধ ডাকাতদল সমুদ্রে ডাকাতির প্রস্তুতি নেয়ার সংবাদ পেয়ে র‌্যাব সদস্য অভিযান চালায়। এসময় ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করলে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পিছু হটে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় জাম্বুকে আটক করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×