ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব ॥ পলক

প্রকাশিত: ০৫:০৯, ১৯ নভেম্বর ২০১৭

চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব ॥ পলক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বর্তমান প্রজন্ম জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা ও মেধার বিকাশ ঘটিয়ে বাংলাদেশকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে। শনিবার দুপুরে রাজশাহী কলেজ মাঠে জব ফেয়ার-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জব ফেয়ারের উদ্বোধন করেন। এতে ৩৪টি স্টল স্থান পেয়েছে। রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহাঃ হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বঙ্গবন্ধু হাই-টেক পার্কের প্রকল্প পরিচালক একেএম ফজলুল হক, জব ফেয়ার- ২০১৭ এর সংগঠক শহীদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জুনাইদ আহমেদ পলক রাজশাহী কলেজ মাঠে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ এর এক্টিভেশন পরিদর্শন করেন।
×