ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে ছাত্রের প্রাণ বাঁচাতে মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৪:১৮, ১৯ নভেম্বর ২০১৭

বরিশালে ছাত্রের প্রাণ বাঁচাতে মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নবম শ্রেণীর অপহৃত মেধাবী স্কুলছাত্রের প্রাণ বাঁচাতে শুক্রবার রাতে তার মায়ের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। অপহরণের পর থানায় লিখিত অভিযোগ ও পরবর্তীতে মুক্তিপণ দাবির বিষয়টি থানার ওসিকে জানানো সত্ত্বেও পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছে বলে শনিবার দুপুরে অভিযোগ করেন অপহৃত স্কুলছাত্রের মা রুমা বেগম। গত একমাস আগে স্কুলছাত্র আসাদুর রহমান সৈকত (১৪) উজিরপুর উপজেলার বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামের আনসার কমান্ডার আজিজুর রহমান চুন্নুর পুত্র। অপহৃতার মা রুমা বেগম জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনে অপহরণকারীরা সৈকতকে প্রাণে বাঁচাতে চাইলে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে সৈকতকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। তাৎক্ষণিক তিনি থানায় উপস্থিত হয়ে ওসিকে অবহিত করার পর তিনি (ওসি) মুক্তিপণ দাবি করা মোবাইল ফোনে কল দিয়ে নিজের পরিচয় দিয়ে অপহরণকারীদের বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। সেই থেকে হুমকি দেয়া মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।
×