ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এয়ারশোতে ৪৩০ এয়ারবাস কেনার চুক্তি

প্রকাশিত: ০৪:০৫, ১৯ নভেম্বর ২০১৭

এয়ারশোতে ৪৩০ এয়ারবাস কেনার চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের কয়েকটি এয়ারলাইন্সকে বিমান সরবরাহ করতে ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে ৫ হাজার কোটি ডলারের ৪৩০টি বিমান কেনার চুক্তি করেছেন মার্কিন বিনিয়োগকারী বিল ফ্রাঙ্ক। দুবাইতে চলা এমিরেটস এয়ারশোতে এখন পর্যন্ত এটিই বৃহত্তম বিমান চুক্তি। এর আগে একই এয়ারশোতে এমিরেটস এয়ারলাইন্সের সঙ্গে দেড় হাজার কোটি ডলারের বিমান চুক্তি করে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এমিরেটস এয়ারশোতে এমিরেটস এয়ারলাইন্সের সঙ্গে বোয়িংয়ের দেড় হাজার কোটি ডলার মূল্যের ৪০টি বিমান কেনার চুক্তির সময় বলা হচ্ছিল প্রতিযোগিতায় এক ধাপ পিছিয়ে পড়ল এয়ারবাস। দুদিন পরই এভিয়েশন বিশ্লেষকদের সে ধারণা পাল্টে দিলো ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী বিল ফ্রাঙ্কের কাছ থেকে পেয়ে গেল ৫ হাজার কোটি ডলারের বিনিময়ে ৪৩০টি বিমান সরবরাহরে অর্ডার। এয়ারবাসের এ থ্রি টু জিরো নিও মডেলের সব বিমানের অর্ডার দিয়েছেন ফ্রাঙ্ক। এ বিমানগুলো অর্ডার দেয়া হয়েছে ফ্রন্টইয়ার এয়ারলাইন্স, মেক্সিকোর ভলারিস, চিলির জেটস্মার্ট এবং হাঙ্গেরির উইজ এয়ার।
×