ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে দম্পতি ও ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৬:৩৪, ১৮ নভেম্বর ২০১৭

রাজশাহীতে দম্পতি ও ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর অদূরে বায়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। তারা মোটরসাইকেলের যাত্রী ছিলেন। এ ঘটনায় বাসটি উল্টে পুকুরে পড়ে গেলে ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে দমকল বাহিনীর সদস্যরা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, শহীদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী (৩০)। নিহত স্ত্রীর নাম পাওয়া যায়নি। তাদের বাড়ি নীলফামারী জেলার উকিলপাড়া এলাকায় বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নওগাঁ থেকে রাজশাহী অভিমুখী একটি বাস বায়া এলাকায় পৌঁছলে খড়িবাহী একটি ভটভটিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল আরোহী দম্পতিকে সামনে থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে যায়। এতে বাসের যাত্রীরা আহত হলেও বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নগরীর শাহমখদুম থানা পুলিশ ও সদর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। পরে পুকুরে উল্টে যাওয়া বাস থেকে ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে একইদিন সকালে জেলার গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় শামশুল হক (৪০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে উপজেলার গোপালপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামশুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। সীতাকু-ে দুই আরোহী নিজস্ব সংবাদদাতা সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে অপর আরোহী বাপ্পি দাশ। নিহতরা হলেন চট্টগ্রাম জেলার পটিয়া থানার কালখালী গ্রামের আশুতোষ দাশের পুত্র বিদ্যুত কুমার দাশ (৩০) ও একই গ্রামের অশোক দাশের পুত্র অপু দাশ (৩০)। শুক্রবার ভোরে উপজেলাধীন টেরিয়াল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সীতাকু-ের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর জানান, ‘শুক্রবার ভোরে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল ঢাকার উদ্দেশে যাওয়ার পথে উপজেলাধীন টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রমকালে অজ্ঞাত বাস চাপা দেয়। ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। একই ঘটনায় অপর একজন গুরুতর আহতকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। লাশ দুইটি উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।’ হাটহাজারীতে নারীসহ দুই যাত্রী নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, হাটহাজারী উপজেলার মুন্সীরঘাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রোকেয়া বেগম (৪০) নামের একজনের নাম পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়কের মুন্সীরঘাটা এলাকায় একটি অটোরিক্সার সঙ্গে সেনাবাহিনীর একটি যানের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৭ যাত্রী। বগুড়ায় চালক স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, শুক্রবার সকালে প্রথম বাইপাস সড়কের ফুলদিঘী এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ভেটু (৪০) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ ৬ জন আহত হয়।পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে নন্দীগ্রামমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মারা যায়। দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। নওগাঁয় বিভাগীয় কমিশনার আহত নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান। যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় তাকে বহনকারী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। শুক্রবার সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মান্দা থানার অফিসার ইনচার্জ জানান, শুক্রবার সকালে বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান রাজশাহী থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার শ্রীরামপুর নামকস্থানে নওগাঁ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তার গাড়িতে ধাক্কা দেয়। এতে কমিশনার নুর-উর-রহমানসহ গাড়ির চালক আহত হন।
×