ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ০৩:৫৯, ১৬ নভেম্বর ২০১৭

বীজ ও সার বিতরণ

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৫ নবেম্বর ॥ চৌহালী উপজেলার যমুনার ভাঙ্গন ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিনামূল্যে গম ও ভুট্টা ফসলের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিস চত্বরে প্রায় ৭০০ কৃষকের মাঝে এগুলো প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম হাসান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রওশন আরা খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা সানোয়ার হোসেন ও আফসার উদ্দিন। আমতলীতে ৫শ’ ঘর আলোকিত নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৫ নবেম্বর ॥ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫০০ ঘর বিদ্যুতের আলোতে আলোকিত হয়েছে। মঙ্গলবার রাতে এ বৈদ্যুতিক আলোর উদ্বোধন করেছেন সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে হলদিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার সভাপতিত্বে¡ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সভায় বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মতিয়ার রহমান, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস উদ্দিন মন্টু মোল্লা, পল্লী বিদু্যূতের জিএম মনোহর কুমার বিশ্বাস, সহকারী জিএম হাসানুল বান্না, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।
×