ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধির দাবি

প্রকাশিত: ০৩:৫৮, ১৬ নভেম্বর ২০১৭

হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধির দাবি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৫ নবেম্বর ॥ সদর হাসপাতালের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নত করার দাবিতে এবং ডাক্তারদের অনিয়মের বিরুদ্ধে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নড়াইল সচেতন নাগরিক সমাজের আয়োজনে সদর হাসপাতালের সামনে নড়াইল- যশোর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নারী নেত্রী বেগম রাবেয়া ইউসুফ, আঞ্জুমান আরা বেগম, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, কাজী হাফিজুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নড়াইল সদর হাসপাতাল বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে। এখানে চিকিৎসা সেবার মান ভাল নয়। দেড় মাস ধরে এনেসথেশিয়া (অজ্ঞান) চিকিৎসকের অভাবে হাসপাতালে সিজারসহ বড় বড় অপারেশন হচ্ছে না। আউটডোরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম বেড়ে গেছে। এ ক্ষেত্রে কোন চিকিৎসকও জড়িত। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই। রোগীরা ঠিকমতো ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা সেবা পাচ্ছেন না। এছাড়া কোন কোন চিকিৎসক ঠিকমতো ডিউটি পালন করেন না। কয়েক নার্স রোগীদের সঙ্গে দুর্র্ব্যহার করে থাকে। সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা থাকলেও অনেক রোগী ভর্তি না করে অন্যত্র রেফার্ড করা হয়। চিকিৎসার অবেহলায় রোগী মৃত্যুর অভিযোগ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর লক্ষ্মীপুর মোড়ে বেসরকারী রয়াল হাসপাতালে চিকিৎসা অবহেলায় আব্দুল জলিল (৫৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত জলিল নাটোর সদরের পীরগঞ্জ সাধুপাড়া এলাকার বাসিন্দা। বুধবার দুপুর ১২টায় হাসপাতালের সাত নম্বর কেবিনের ছয় নম্বর বেডে তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভাঙ্গা হাত নিয়ে জলিল রয়াল হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর ওইদিন বিকেলে হাতে অস্ত্রোপচার করেন ডাঃ মঞ্জুরুল হক। এরপর তার শারীরিক অবস্থা ভাল ছিল। তবে বুধবার দুপুর ১২টার দিকে কেবিনের কর্তব্যরত এক নার্স তার চাচাকে ইনজেকশন দেন। এরপরেই তার চাচার মৃত্যু হয়। এদিকে রোগী মৃত্যুর খবর শুনে নিকটাত্মীয়রা হাসপাতালে চেয়ার ও টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×