ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক ধ্বংস করা হবে

প্রকাশিত: ০৪:২১, ১৫ নভেম্বর ২০১৭

অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক ধ্বংস করা হবে

আগামী ১৯ নবেম্বর সেন্ট্রাল এ্যামিউনিশন ডেপো (সিএডি) রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এলাকার বারতোপা গ্রামে সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে। এলাকাটি ঢাকা-ময়মনসিংহ সড়কের মাওনা বাজার পয়েন্ট থেকে ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত (সংশ্লিষ্ট এলাকার রুট ম্যাপ প্রদর্শনসহ)। উল্লেখিত তারিখে প্রতিদিন সকাল ৭টা থেকে ৬টা পর্যন্ত ধ্বংস কার্যক্রম পরিচালিত হবে। কার্যক্রম চলাকালীন ডেমোলিশন গ্রাউন্ডের চতুরপার্শ্বে ৪ কিলোমিটারের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর চলাচল বিপজ্জনক। এমতাবস্থায় এলাকায় জনসাধারণ ও গৃহপালিত প্রাণীর চলাচল না করার জন্য অনুরোধ জানানো হলো।-আইএসপিআর বিপসটে ‘বেসামরিক জনগণের নিরাপত্তা’ সংক্রান্ত মহড়া রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এ মঙ্গলবার শান্তিরক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বপূর্ণ ম্যানডেট ‘বেসামরিক জনগণের নিরাপত্তা’ সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের মধ্যে শান্তিরক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বাস্তবধর্মী প্রতিকূল পরিস্থিতির আলোকে প্রশিক্ষণের বিষয়াদি প্রদর্শন করা হয়। সামরিক বাহিনীর সদস্যদের পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে ইউনিট পর্যায়ে অত্যাবশ্যক কর্মকান্ডের ওপর সার্বিক প্রশিক্ষণ প্রদান এ মহড়ার উদ্দেশ্য। মহড়ায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতসহ দেশ ও বিদেশের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×