ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসহায় এক মায়ের ভরণ-পোষণের ব্যবস্থা করতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ০৭:৫৫, ১৪ নভেম্বর ২০১৭

অসহায় এক মায়ের ভরণ-পোষণের ব্যবস্থা করতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ অসহায় এক মায়ের ভরণ-পোষণের ব্যবস্থা নেয়ার জন্য সমাজসেবা অধিদফতরের ডিজিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে ডিজিকে সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যদিকে ধানম-ি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধের বিরুদ্ধে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। অসহায় এক মায়ের ভরণ-পোষণের ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের অপর এক নির্দেশনায় বনানীর ১১নং রোডের এম ব্লকের ৭৮নং বাড়িটি যাতে কেউ হস্তান্তর করতে না পারে বা মর্টগেজ না দিতে পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে রাজউককে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে রুল জারি করেছে আদালত। রুলে সাফাত আরা সোবহানের জীবন ও সম্পত্তির অধিকার রক্ষায় কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। অপর রুলে অসহায় মানুষের জন্য আলাদা ডিপার্টমেন্ট সৃষ্টি করার জন্য কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন এ্যাডভোকেট রিপন বাড়ৈ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী ডেপুটি এ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। লেকহেড স্কুল বন্ধ- রুলের শুনানি শেষ, রায় আজ ॥ ধানম-ি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড গ্রামার স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধের বিরুদ্ধে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি সেয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলের শুনানি শেষে রায়ের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করে।
×