ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ০৬:৪২, ১৩ নভেম্বর ২০১৭

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মোটরসাইকেল দুর্ঘটনায় রায়হান পারভেজ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে রবিাবর সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মাহিদিয়া বাজারের কাছে। নিহত রায়হান পারভেজ সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের করিচিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আব্দুল মান্নান বলেন, ‘আমার ছেলে রুদ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীতে লেখাপড়া করত। রবিবার সে মোটরসাইকেলে করে মাহিদিয়া বাজারে যাচ্ছিল। এ সময় একটি মিনি ট্রাককে পাশ কাটাতে যেয়ে পাশেই একটি গাছে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় । স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।’ হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই পারভেজ মারা যায়।’ নাটোরে জেএসসি পরীক্ষার্থী নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, জেএসসি পরীক্ষা দেয়া হলো না শাওনের (১৩)। সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের গোপেন্দ্রনগর এলাকায় রবিবার সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন উপজেলার লালোর ইউনিয়নের ডাকম-ব গ্রামের জয়েন উদ্দিনের ছেলে এবং একই ইউয়িনের হামিরঘোষ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাওন অন্য দুই সহপাঠীর সঙ্গে সকালে অটোভ্যানযোগে সিংড়া উপজেলার দমদমা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছিল। অটোভ্যানটি শেরকোল ইউনিয়নের গোপেন্দ্রনগর এলাকায় পৌঁছলে হঠাৎ উল্টে রাস্তার পাশে নদীতে পড়ে যায়। এ সময় নদীর পানি থেকে অন্য দ্ইু সহপাঠী ওঠে আসতে সক্ষম হলেও শাওন আসতে পারেনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নড়াইলে নারী নিজস্ব সংবাদদাতা, নড়াইল থেকে জানান, নড়াইল-কালনা সড়কের মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাহিদা বেগম (৬৫) নিহত হয়েছেন। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সাহিদা লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখের স্ত্রী। জানা যায়, সাহিদা বেগম ভ্যানযোগে আত্মীয় বাড়ি লোহাগড়ার মোচড়া গ্রামে যাওয়ার পথে মদিনাপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
×