ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাবেক সংসদ সদস্যের বাড়িতে বোমা হামলা মামলা ৭ বছরেও শেষ হয়নি

প্রকাশিত: ০৬:৪০, ১৩ নভেম্বর ২০১৭

সাবেক সংসদ সদস্যের বাড়িতে বোমা হামলা মামলা ৭ বছরেও শেষ হয়নি

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১২ নবেম্বর ॥ ১৩ নবেম্বর। সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দীন আহমেদের বাড়িতে বোমা হামলার সপ্তম বার্ষিকী। ২০১০ সালের ১৩ নবেম্বর রাতে চালানো বোমা হামলায় সংসদ সদস্য অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে এ বোমা হামলায় এক নিরীহ স্কুলশিক্ষক ও বোমা হামলাকারী দুজন নিহত হন। গত সাত বছরেও এ মামলার তদন্তকাজ শেষ না হওয়ায় মামলার ভবিষ্যত নিয়ে সংশয়ে রয়েছে সাবেক এমপির পরিবার। উল্লেখ্য, ২০১০ সালের ১৩ নবেম্বর রাতে তৎকালীন সংসদ সদস্য আফাজ উদ্দীন আহমেদের তারাগুনিয়ার বাসভবনে স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের সঙ্গে এমপির বৈঠক চলাকালে সেখানে দূরনিয়ন্ত্রিত একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে বোমা বহনকারী আহাদুল ও তার সহযোগী ছিদ্দিক এবং সংসদ সদস্যের কাছে কাজে আসা তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমত আলী নিহত হন। আহত হন সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ ও অপর এক শিক্ষক। ঘটনার রাতেই এমপিপুত্র এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। ২০১১ সালের ১৯ এপ্রিল সাতজনকে অভিযুক্ত করে আদালতে একটি মামলার চার্জশীট দাখিল করা হয়। কিন্তু রহস্যজনক কারণে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়া আসামিদের বাদ দিয়ে চার্জশীট দাখিল হওয়ায় উচ্চ আদালতে কোয়াসমেন্ট করেছেন মামলার বাদী।
×