ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা লিট ফেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার

প্রকাশিত: ০৫:০৮, ১৩ নভেম্বর ২০১৭

ঢাকা লিট ফেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার ॥ দেশ-বিদেশের সাহিত্যিক, শিল্পী, চিন্তাবিদসহ মননশীল ব্যক্তিত্বদের অংশগ্রহণে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা লিট ফেস্ট। সবুজে আবৃত বাংলা একাডেমি প্রাঙ্গণে বসবে আন্তর্জাতিক এ সাহিত্য সম্মেলন। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে সাহিত্যকেন্দ্রিক এ উৎসব। তিন দিনের এ সাহিত্য সম্মেলনের আয়োজক যাত্রিক। এবারের উৎসবে ২৪ দেশের দুই শতাধিক লেখক-সাহিত্যিক অংশ নেবেন নব্বইর বেশি অধিবেশনে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন পরিচালনা করছেন কথাসাহিত্যিক কাজী আনিস আহমেদ, কবি সাদাফ সায্দ্দকী ও কবি আহসান আকবর। এবারের উৎসবের প্রধান পৃষ্ঠপোষক থাকছে ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন, সহ-পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক। রবিবার সকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানান আয়োজকরা। এতে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্্ ও আহসান আকবর। আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মসিউর রহমান, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, ঢাকা ট্রিবিউনের সাহিত্য সম্পাদক রিফাত মুনেম, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন জারা মাহবুব। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ নবেম্বর সকালে সিরিয়ার কবি আলী আহমদ সাঈদ আসবার, যিনি কবি এ্যাডোনিস নামে পরিচিত, তিনি তিন দিনব্যাপী এই সাহিত্য উৎসবের উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ১৬ থেকে ১৮ নবেম্বর পর্যন্ত তিন দিনে নব্বইর বেশি অধিবেশনে বিশ্বের সমসাময়িক বিষয়াদির পাশাপাশি সাহিত্য, প্রকাশনা, অনুবাদ সাহিত্যের হালহকিকত, সাহিত্যে নারী ও শিশুর ভূমিকা নিয়েও আলোচনা করবেন সাহিত্যের দিকপালরা। লিট ফেস্টে বিদেশী অতিথিদের মধ্যে এবার অংশ নেবেন সিরিয়ার কবি আদোনিস, নাইজিরিয়ার সাহিত্যিক বেন ওক্রি, অভিনেত্রী টিল্ডা সুইন্টন, মার্কিন সাহিত্যিক লিওনেল শ্রিভার, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারতীয় কথা সাহিত্যিক নবনীতা দেব সেন, কথা সাহিত্যিক উইলিয়াম ড্যালরিম্পেল, লেখক এসথার ফ্রয়েড প্রমুখ। বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক, সৈয়দ মনজুরুল ইসলাম, মঈনুল আহসান সাবের, আলী যাকের, সেলিনা হোসেন, শামসুজ্জামান খান, আনোয়ারা সৈয়দ হক, আসাদ চৌধুরী, হেলাল হাফিজ, আনিসুল হক, সলিমুল্লাহ খান, কায়সার হক, খাদেমুল ইসলামসহ দেড় শতাধিক সাহিত্য ব্যক্তিত্ব থাকবেন। এছাড়া এবারই প্রথমবারের মতো ব্রিটিশ সাহিত্য জার্নাল ‘গ্রান্টার’ মোড়ক উন্মোচন হবে লিট ফেস্ট প্রাঙ্গণে। দক্ষিণ এশিয়ার সম্মানজনক সাহিত্য পুরস্কার ‘ডিএসসি পুরস্কার’ এবং দ্বিতীয়বারের মতো জেমকন সাহিত্য পুরস্কার ঘোষণা দেয়া হবে লিট ফেস্টে। উৎসবের সার্বিক দিক তুলে ধরে সাদাফ সায্্ বলেন, আমাদের বরাবরের প্রচেষ্টা ছিল দেশী ঐতিহ্য তুলে ধরা। এরই অংশ হিসেবে এবার থাকছে মেয়েদের লাঠি খেলা, কবিগান, মনিপুরী ঢোলসহ নানা আয়োজন। লিট ফেস্টের উদ্দেশ যেমন একদিকে বিশ্ব সাহিত্যের সঙ্গে বাংলাদেশকে পরিচয় করে দেয়া, তেমনি নিজেদের ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরা। এই উৎসব শুধু বড়দের জন্য নয়। শিশুদের জন্যও রয়েছে নানা অধিবেশন। শিশুদের স্বপ্ন দেখানোর একটি জায়গা তৈরির লক্ষ্যেই লিট ফেস্ট কাজ করে যাচ্ছে। আহসান আকবর বলেন, বিদেশী অতিথিদের প্রায় সবারই বাংলাদেশে আসার আগ্রহ রয়েছে। কিন্তু উপলক্ষ ছিল না। ঢাকা লিট ফেস্টকে তারা একটি সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। তারা এখানে বাংলাদেশের সাহিত্যিক ও লেখকদের সঙ্গে নিজেদের মনের কথা বলবেন। উল্লেখযোগ্য, অধিবেশনের তথ্য জানিয়ে তিনি বলেন, উইলিয়াম ডালরিম্পল আসছেন কোহিনূর নিয়ে একটি অধিবেশন করতে। অস্কার বিজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টোন আসছেন লেখক-বন্ধু জন বার্জারকে স্মরণ করতে। বিশ্ব খ্যাত সাহিত্য ম্যাগাজিন গ্রান্টার সম্পাদক আসছেন তাদের পত্রিকার মোড়ক উন্মোচন করতে। নবনীতা দেব সেন আসছেন তার সাহিত্য জীবন নিয়ে আলোচনা করতে। ঔপন্যাসিক ডেভিড হেয়ার, ম্যান বুকার জয়ী বেন ওক্রিরা আসছেন বাংলাদেশের সঙ্গে নিজেদের সাহিত্যকর্ম তুলে ধরতে। শামসুজ্জামান খান বলেন, বাংলা সাহিত্যের অনুবাদের ক্ষেত্রে একটি পটভূমি সৃষ্টি করেছে এই লিট ফেস্ট। এই লিট ফেস্টের মাধ্যমে বাংলা সাহিত্যের অনুবাদ নিয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে আগ্রহ তৈরি হয়েছে। মসিউর রহমান বলেন, সারা বিশ্বের সংস্কৃতির সঙ্গে বাংলার সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে এই সাহিত্য উৎসবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বাংলা সাহিত্যকে বহির্বিশ্বে প্রসার ঘটাতে এমন উদ্যোগ প্রশংসনীয়। এবারের উৎসবে প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে এনার্জিস, গোল্ড স্পন্সর মীনা বাজার, প্রিমিয়ার পার্টনার ইন্ডিয়ান হাই কমিশন, স্ট্রাটেজিক পার্টনার ব্রিটিশ কাউন্সিল। ঢাকা লিট ফেস্টের ওয়েবসাইটে (www.dhakalitfest.com) যে কেউ বিনামূল্যে নিবন্ধন করে এ উৎসবে অংশ নিতে পারবেন।
×