ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আজীবন সম্মাননা পাচ্ছেন লেখক সৈয়দ মাজহারুল পারভেজ

প্রকাশিত: ০৪:১৬, ১৩ নভেম্বর ২০১৭

আজীবন সম্মাননা পাচ্ছেন লেখক সৈয়দ মাজহারুল পারভেজ

পশ্চিম বাংলার ‘উদার আকাশ’ আয়োজিত ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব-২০১৭’র আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সাবেক সিনিয়র সহ-সভাপতি, লেখক, সাহিত্য সংগঠক এবং বাংলাদেশ লেখক পরিষদের সভাপতি সৈয়দ মাজহারুল পারভেজ। বাংলাদেশ ও ভারতে প্রকাশিত দুই শতাধিক বইয়ের লেখক তিনি। এ উৎসবে ‘গৌরকিশোর ঘোষ’ বিশেষ সম্মাননা পাবেন খ্যাতিমান সঙ্গীত শিল্পী ও সাবেক সাংসদ কবীর সুমন। মৈত্রী সম্মাননা পাবেন উদার আকাশ সম্পাদক ফারুক আহমেদসহ আরও কয়েকজন। দুই বাংলার সাংস্কৃতিক ও আত্মিক বন্ধন সুদৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ১৪ নবেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় কলকাতার আইসিসিআর’এ সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এই সম্মাননা তুলে দেয়া হবে। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন পশ্চিম বাংলার কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লা ও শ্রম বিভাগ মন্ত্রী জাকির হোসেন। এ ছাড়াও থাকবেন প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ড. আবদুস সাত্তার, সাংসদ আহমদ হাসান ইমরান, প্রাক্তন সংসদ সদস্য মইনুল হাসান, কথাসাহিত্যিক ড. হুমায়ুন কবীর, ‘দৈনিক স্টেটসম্যান’ সম্পাদক শেখ সদর নইম ও সাপ্তাহিক বর্তমান সম্পাদক জয়ন্ত দে প্রমুখ। সৈয়দ মাজহারুল পারভেজ এই সম্মাননার জন্য মনোনীত হওয়ায় বিএসপিএ’র পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি
×