ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকাপর্বে প্রথম ম্যাচ দুপুর ১টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে, শুধু শুক্রবারে প্রথম ম্যাচ দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু

সিলেট হয়ে ঢাকায় ফিরল বিপিএল

প্রকাশিত: ০৫:৫২, ১০ নভেম্বর ২০১৭

সিলেট হয়ে ঢাকায় ফিরল বিপিএল

স্পোর্টস রিপোর্টার ॥ সিলেটপর্বে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরের প্রথমপর্বে রাজশাহী কিংসের কী দুর্ভাগ্য! গত আসরের রানার্সআপ দলটি সিলেটপর্বে পয়েন্টহীন থেকেছে। জয়ের মুখ দেখেনি। অথচ সব দলই পয়েন্ট পেয়েছে। সেই পয়েন্টগুলো নিয়েই শনিবার শুরু হতে যাওয়া ঢাকায় দ্বিতীয়পর্বে খেলতে নামবে সব দল। আর রাজশাহী শূন্য হাতে খেলতে নামবে। এবার বিপিএল চারপর্বে হবে। সিলেটে প্রথমপর্ব, ঢাকায় দুইপর্ব, দ্বিতীয় এবং চতুর্থ ও শেষপর্ব ও চট্টগ্রামে দ্বিতীয়পর্ব হবে। সিলেটপর্ব বুধবার শেষ হয়েছে। এবার ঢাকাপর্বের পালা। শনিবার থেকে এ পর্ব শুরু হবে। রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকাপর্ব। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স মুখোমুখি হবে। ঠিক যেন সিলেটপর্বের শুরুর পুনরাবৃত্তিই হচ্ছে ঢাকায়। সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেমন ঢাকা-সিলেট ও রংপুর-রাজশাহী ম্যাচ দিয়েই সিলেটপর্ব শুরু হয়েছিল। ঢাকাতেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও তাই হচ্ছে। এ পর্বে খেলতে নামার আগে অবশ্য সিলেট সিক্সার্স দুর্দান্ত অবস্থানে আছে। সিলেট থেকে দলটি সবচেয়ে বেশি ৬ পয়েন্ট নিয়ে ঢাকাপর্বে খেলা শুরু করবে। চার ম্যাচ খেলে চারটিতেই জেতার সম্ভাবনায় ছিল। কিন্তু শেষ ম্যাচটিতে হেরে গেছে। এরপর যথারীতি ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস, খুলনা টাইটান্স এক ম্যাচ জয়ে ২ পয়েন্ট করে নিয়ে ঢাকাপর্বে খেলবে। শুধু রাজশাহী কিংসই কোন পয়েন্ট পায়নি। ২ ম্যাচ খেলে দুটিতেই হারে রাজশাহী কিংস। এ পর্বে খেলতে এরই মধ্যে সব দলের ক্রিকেটাররা আছেন ঢাকাতেই। না থেকে উপায়ও নেই। ঢাকাতেই যে এখন ১১দিন খেলা হবে। এই ১১দিনে ম্যাচ হবে ১৬টি। ১৩, ১৬ ও ১৯ নবেম্বর তিনদিন বিরতিও আছে। অর্থাৎ প্রতিদিন দুটি করে আটদিনে ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেটপর্বে সিলেট সিক্সার্স সর্বোচ্চ চারটি ম্যাচ খেলেছে। সাতদলের লীগে বাকি সব দলই দুটি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। এ পর্বে স্বাগতিক দল, বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা সর্বোচ্চ ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর গত আসরের রানার্সআপ দল রাজশাহী ও সেরা চার দলের একটি হওয়া খুলনা ৫টি, চিটাগং, রংপুর, কুমিল্লা ও সিলেট ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এ পর্বে স্বাগতিক ঢাকা বাজিমাত করতে পারে। শুরুটা ঢাকার বাজেভাবে হলেও, নবাগত সিলেটের কাছে হার দিয়ে হলেও, এবার হয়তো ঢাকার আসল রূপ দেখা যাবে। এ পর্ব থেকে খেলার সময়েও পরিবর্তন আসছে। সিলেটপর্বে দিনের প্রথম ম্যাচ দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে। কিন্তু ঢাকাপর্ব থেকে শুক্রবার ছাড়া সবদিনের প্রথম ম্যাচ দুপুর ১টায় ও দ্বিতীয় ম্যাচ বেলা ৬টায় শুরু হবে। শুধু শুক্রবারে প্রথম ম্যাচ দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। এ পরিবর্তন করা হয়েছে দর্শক, মাঠের সুরক্ষা বিবেচনা করেই। সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হলে শেষ হতে অনেক রাত হয়ে যায়। তখন দর্শকদের বাসায় যেতে কষ্ট হয়। সেই সঙ্গে প্রতিদিন দুটো করে ম্যাচ হওয়ার পর পরেরদিন ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত মাঠকে ভালভাবে প্রস্তুত করারও ব্যাপার থাকে। মাঠের সুরক্ষায় কিউরেটরদেরও একটু সময় দেয়া প্রয়োজন। তাই ম্যাচ আগে শেষ হলে কিউরেটররাও সময় পাবেন। সবকিছু বিবেচনা করেই এখন থেকে ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। বিপিএলে এবার একাদশে পাঁচ বিদেশী খেলার সুযোগ পাচ্ছে। প্রতিটি দল সেই সুবিধা নিচ্ছেও। তাতে করে দেশী ক্রিকেটারদের প্রাধান্য কমার যে সম্ভাবনা ছিল তাই হচ্ছে। বিদেশী ক্রিকেটাররা আবার বাজিমাতও করছেন। দেশী ক্রিকেটাররা তাদের সঙ্গে কুলিয়ে উঠতে পারছেন না। বিশেষ করে ব্যাটিংয়ে। ব্যাটিংয়ে সেরা পাঁচের মধ্যে একজনও দেশী ব্যাটসম্যান নেই। সব বিদেশী। সবার ওপরে আছেন ৪ ম্যাচ খেলে ৬৫.৩৩ গড়ে তিনটি হাফসেঞ্চুরিসহ ১৯৬ রান করা সিলেট সিক্সার্সের উপুল থারাঙ্গা। বোলিংয়ে সেরা পাঁচের মধ্যে তিনটি অবস্থান বাংলাদেশীদের দখলে। সিলেট সিক্সার্সের তাইজুল ইসলাম (৫ উইকেট) ও আবুল হাসান রাজুর (৫ উইকেট) সঙ্গে সেরা পাঁচে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ সাইফউদ্দিন (৩ উইকেট)। কিন্তু সবার ওপরে আছেন সিলেট সিক্সার্সের ইংল্যান্ডের বোলার লিয়াম প্লানকেট (৬ উইকেট)। সিলেটপর্বে ঘরের মাঠে খেলার সুযোগ পেয়ে সবদিকেই বাজিমাত করেছে সিলেট সিক্সার্স। এবার ঢাকাপর্বে দেখা যাক দলটি কি করে।
×