ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে যুবক খুন, বাসচাপায় শ্রমিক নিহত

প্রকাশিত: ০৫:৪৪, ১০ নভেম্বর ২০১৭

রাজধানীতে যুবক খুন, বাসচাপায় শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার ॥ তুচ্ছ ঘটনার জের ধরে রাজধানীর কদমতলীতে এক যুবক খুন হয়েছে। তেজগাঁওয়ে বাস চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর কদমতলীতে তুচ্ছ ঘটনার জের ধরে সহকর্মীর হাতে সোহেল (২০) নামে এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের ভাই সাঈদুর রহমান জানান, সোহেল কদমতলীর পাটেরবাগের কথা এন্টারপ্রাইজ নামের একটি প্রেসের বাইন্ডার হিসেবে কাজ করত। গত মঙ্গলবার রাতে তারই গ্রামের চাচা ইকবালের সঙ্গে তর্ক হয় সোহেলের। এরই জেরে ওইদিন রাতে প্রেসে সবাই ঘুমিয়ে পড়লে ইকবাল লোহার ভারি বস্তু দিয়ে সোহেলের মুখে আঘাত করে পালিয়ে যায়। ওইদিন রাত তিনটার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বুধবার ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য পান্থপথের ইউনিহেলথ লাইফ সাপোর্টে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বুধবার রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ইউনিহেলথ হাসপাতাল থেকে ভাই সোহেলের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। তিনি জানান, চাচা ইকবালকে সোহেল এখানে এনে তার প্রেসে একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। কদমতলী থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঘটনার পর বুধবার দুপুরে ইকবালকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। আসামি ইকবালকে গ্রেফতারের চেষ্টা চলছে। সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় মিথুন বিশ্বাস (২০) নামে এক বেকারি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম সুবল চন্দ্র বিশ্বাস। গ্রামের বাড়ি নবাবগঞ্জের বেলতলায়। সে ফার্মগেটের হুন্ডা গলিতে একটি বেকারিতে কাজ করত। সেখানেই থাকত। এদিকে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান, বুধবার রাত ১১টার দিকে বিজয় সরণি ও তেজগাঁও থানার মাঝামাঝি সড়ক পার হচ্ছিলে অজ্ঞাত ওই যুবক। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে মাঝ রাস্তা থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, প্রথমে অজ্ঞাত হিসেবে তার লাশ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে নেয়া হয়। খবর পেয়ে নিহতের ভগ্নিপতি বিশ্বজিৎ এসে তার লাশ গ্রহণ করেন। ভগ্নিপতি জানান, দুই ভাই দুই বোনের মধ্যে মিথুন সবার ছোট। জাল টাকাসহ যুবক গ্রেফতার ॥ রাজধানীর ডেমরায় জাল টাকাসহ মোঃ লিমন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার গভীর রাতে থানা পুলিশের একটি টিম ডেমরার সারুলিয়ার টেংরা এলাকা থেকে জাল টাকাসহ ওই যুবককে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
×